Hamas-Israel War: হামাস হানায় মৃত্যুর আগে শেষবার মেসেজ ইজরায়েলের মার্কিন পরিবারের, পড়লে চোখে জল এসে যাবে

সুমন্তী সেন

ইজরায়েলে আঘাত হেনেছিল হামাস জঙ্গিরা। পালটা এনিয়ে হামলা চালায় ইজরায়েল। আর সেই ইজরায়েলে এক মার্কিন পরিবার ছিল। হামাস জঙ্গিরা ওই বাড়িতেও হামলা চালিয়েছিল। আর তার ঠিক আগে মৃত্যু আসন্ন বুঝতে পেরে পরিবারের অন্যান্য সদস্যদের কাছে টেক্সট করেছিল ওই পরিবার। কী লিখেছিল ওই পরিবার? পড়লে চোখে জল চলে আসবে।

হামাস জঙ্গিরা সেদিন তামার কেডেম, সিমান তোভ, তাঁর স্বামী জনি কেডেম, তাদের ৬ বছরের মেয়ে সাচার ও আরবেল ও তাদের দু বছরের ছেলে ওমেরকে খুন করেছিল হামাস জঙ্গিরা। একেবারে বীভৎস হত্যালীলা।

সেদিন মৃত্যুর ঠিক আগে জনি তার বোনকে লিখেছিলেন, ওরা এখানে এসেছে। ওরা আমাদের পুড়িয়ে দিচ্ছে। আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। বোন রানে বাটলার ইজরায়েলেই থাকেন। গাজার বাইরে নিজেদের বাড়িতে খুন করা হয় ওই পরিবারকে। সেই বোনকে মেসেজ করেছিলেন দাদা। মৃত্যুর আগে।

এদিকে তামার তাদের বাড়ির কংক্রিটের বাঙ্কার থেকে বন্ধুদের আগে টেক্সট করেছিলেন, আমরা সব ঠিক আছি। আমরা বাড়ির বাঙ্কারে আছি। কিন্তু তারপর আর কোনও সাড়াশব্দ মেলেনি।

তাঁর বন্ধু ইয়াসাই জানিয়েছেন, তামার কেদেম, সিমান তোভ আমাদের ঘনিষ্ঠ বন্ধু। গাজা থেকে আসা জঙ্গিরা ওদের গোটা পরিবারকে শেষ করে দিল। ফেসবুকে লিখেছিলেন তিনি। অনেকদিন ধরে চিনি। মন একেবারে ভেঙে গিয়েছে। শুধু ইহুদী বলে গোটা পরিবারকে ওরা ছাড়ল না। তিনি লিখেছেন, এটা তো শুধু একটা স্টোরি। এমন অনেক স্টোরি আছে। আমাদের বন্ধু, আত্মীয় সবাইকে ওরা খুন করেছে। অনেকে তাদের গর্ভবতী স্ত্রী, ছোট সন্তানকে ছেড়ে চলে যেতে বাধ্য় হয়েছে। সেনাদের হাত শক্ত করতে তাঁরা গিয়েছেন। তাঁরা যাতে নিরাপদে বাড়িতে ফিরতে পারেন তার ব্যবস্থা করা হবে এই বিশ্বাস আছে।

অত্যন্ত মর্মান্তিক শেষবারের মতো করা ওই টেক্সট। কার্যত শেষ হয়ে গেল গোটা পরিবার। রক্ষা পেল না পরিবারের শিশুরাও।