India- Sri Lanka Ferry Service: ৩০ মিনিটেই জলপথে শ্রীলঙ্কা, ভারত থেকে চালু হল ফেরি সার্ভিস, মোদীর নয়া উদ্যোগ

একদিকে শ্রীলঙ্কা আর একদিকে ভারত। ভারতের নিকট প্রতিবেশী দেশ হলেও জলসীমা দিয়ে পৃথক করা আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ফেরি সার্ভিস পরস্পরের মধ্য়ে যোগাযোগ বৃদ্ধি করবে। সেই সঙ্গেই পরস্পরের মধ্য়ে ব্যবসা বাণিজ্য বৃদ্ধিতেও সহায়ক এই ফেরি সার্ভিস। দুই দেশের মধ্য়ে পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে এই ব্যবস্থা।

শ্রীলঙ্কা অর্থনৈতিক সংকটে একেবারে জেরবার হয়ে গিয়েছে। এক্ষেত্রে সংকটের দিনগুলোতে পাশে থেকেছে ভারত। এবার সেই ভারতের নাগাপট্টিনাম থেকে শ্রীলঙ্কা পর্যন্ত ফেরি সার্ভিস চালুর উদ্যোগ নিচ্ছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, এই অংশীদারিত্বের সবথেকে বড় বিষয় হল পরস্পরের মধ্য়ে যোগাযোগকে আরও বৃদ্ধি করা।

দুদেশের মধ্য়ে অর্থনৈতিক অংশীদারিত্বকে বৃদ্ধি করার ব্যাপারেও তাদের মধ্য়ে কথাবার্তা হয়েছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংঘে যখন ভারতে এসেছিলেন তখন তাঁদের মধ্য়ে এনিয়ে কথাবার্তা হয়।

প্রসঙ্গত শ্রীলঙ্কা ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরেই ভালো সম্পর্ক। নানা বিষয়ের আদানপ্রদান হয় তাদের মধ্য়ে। ভারত থেকে প্রচুর পর্যটক প্রতিবছর শ্রীলঙ্কায় বেড়াতে যান। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ২০১৫ সালে শ্রীলঙ্কা গিয়েছিলাম। সেই সময় দিল্লি ও কলম্বোর মধ্য়ে ফ্লাইট চালানো শুরু হয়েছিল। এরপর শ্রীলঙ্কা থেকে সরাসরি কুশীনগরে ফ্লাইট চালানো হয়েছে।২০১৯ সালে জাফনা ও চেন্নাইয়ের মধ্য়ে ফ্লাইট চালু হয়। এবার নাগাপাট্টিনাম থেকে কঙ্কেসানথুরাই পর্যন্ত ফেরি সার্ভিস চালুর ঘটনা দুদেশের সম্পর্কে একটা মাইলফলক।

মাত্র ৩০ মিনিটে এবার চলে যাওয়া যাবে শ্রীলঙ্কা। ৩ কোটি দিয়ে উন্নত করা হয়েছে নাগাপাট্টিনাম হার্বার। সেখান থেকে শ্রীলঙ্কা পর্যন্ত ফেরি সার্ভিস। এখান থেকে শ্রীলঙ্কার কঙ্গেসানথুরাই বন্দরে জলপথে যাওয়া যাবে।

বিখ্যাত কবি সুহ্মমণিয়ন ভারতীর লেখা কবিতার কথা উল্লেখ করে তিনি বলেন, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সেতু বন্ধনের ব্যাপারে। দুদেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক মেলবন্ধনের কাজ করবে এই বন্ধন একথাও উল্লেখ করা হয়েছে।

প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নতিই নয়, ভারত ও শ্রীলঙ্কার মধ্য়ে শক্তি সম্পদ ও অন্যান্যক্ষেত্রেও পারস্পরিক সম্পর্ক রয়েছে।