‘Looking Forward To Meeting Them In Final Again’: Pakistan Team Director Mickey Arthur After Defeat Against India Get To Know

আমদাবাদে: সদ্য হারতে হয়েছে। কিন্তু ফের বিশ্বকাপের (World Cup 2023) ফাইনালে ভারতকেই চাইছেন পাকিস্তানের (Pakistan) মিকি আর্থার। গতকাল ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসে পাক কোচ বলেন, ”ভারতীয় দল (Indian Cricket Team) দুর্দান্ত একটা দল। আমার মনে হয় রাহুল দ্রাবিড় (Rahul Dravid) কোচিংয়ে ও রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে দুর্দান্ত দল তৈরি হয়েছে ভারতের। ব্যাটিং-বোলিং সব বিভাগেই ভারত দাপটের সঙ্গে পারফর্ম করেছে। সব বিভাগেই ওরা আমাদের ছেলেদের টেক্কা দিয়েছে। তবে আমি চাই টুর্নামেন্টের ফাইনালে ফের ভারত-পাকিস্তান মুখোমুখি হোক।”

বিপুল সংখ্যক ভারতীয় সমর্থকদের ক্রমাগত চিৎকার। যা কিছুটা মানসিকভাবে পাক দলকে পিছিয়ে দিয়েছিল এমনটাই মনে করেন আর্থার। তিনি বলছেন, ”গ্যালারির ১ লক্ষ ৩০ হাজার সমর্থক আমাদের বিপক্ষে চিৎকার করছে। কিছুটা তো মানসিকভাবে তার প্রভাব পড়বেই। তবে আমি এগুলো নিয়ে ভাবতে চাই না। এমনকী কোনও অজুহাতও দিতে চাই না।

শুরু হয়েছিল ১৯৯২ বিশ্বকাপে (ODI World Cup)। সিডনিতে। পাকিস্তানকে ৪৩ রানে হারিয়ে এক অনন্য বিজয়রথ ছোটাতে শুরু করেছিল ভারত (Ind vs Pak)। সেই সময় ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন মহম্মদ আজহারউদ্দিন।

সিডনির সেই ম্যাচের পর দেখতে দেখতে দীর্ঘ ৩১ বছর অতিবাহিত। মাঝের সময়ে আরও সাতবার ওয়ান ডে বিশ্বকাপে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান (শনিবার আমদাবাদের ম্যাচ ধরে)। কিন্তু ফলাফল সেই একই গতে বাঁধা। ওয়ান ডে বিশ্বকাপ মানেই ভারতের হাতে পাক-বধ। প্রতিপক্ষ অধিনায়কের নাম কখনও ইমরান খান, কখনও আমির সোহেল, কখনও ওয়াসিম আক্রম, তো কখনও বাবর আজ়ম। বাইশ গজের যুদ্ধক্ষেত্র কখনও ম্যাঞ্চেস্টার, তো কখনও মোহালি। সব কিছু বদলেছে। শুধু বদলায়নি ভারতের সামনে ওয়ান ডে বিশ্বকাপে পাকিস্তানের কেঁপে যাওয়ার ছবি।

শনিবারও ভারতের অশ্বমেধ দাপিয়ে বেড়াল। নরেন্দ্র মোদি-অমিত শাহর শহরে পাকিস্তানকে ৭ উইকেটে গুঁড়িয়ে দিল ভারত। ওয়ান ডে বিশ্বকাপের স্কোরলাইনটা দাঁড়াল ভারত – ৮, পাকিস্তান – ০।

কয়েকদিন আগেই বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাসে নাম তুলে ফেলেছিলেন বাবর আজ়মরা (Babar Azam)। কেন? কারণ, ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে শ্রীলঙ্কার কাছে অপরাজেয় থেকে গিয়েছিল পাকিস্তান। আটবারের সাক্ষাতে আটবারই দ্বীপরাষ্ট্রকে হারিয়েছে পাকিস্তান। বিশ্বকাপে কোনও এক দলের বিরুদ্ধে আর এক দলের সবচেয়ে বেশি ম্যাচ জেতার নজির। পিছিয়ে পড়েছিল পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ৭-০ রেকর্ড। তখন বলাবলি শুরু হয়েছিল, লজ্জার ৮-০ এড়াতে পারবে পাকিস্তান?

মাঠে অবশ্য ভারতের বিক্রমের সামনে মুড়িয়ে গেল পাক আস্ফালন। প্রায় ২০ ওভার বাকি থাকতে ম্যাচ হেরে বসল পাকিস্তান। সেই সঙ্গে বিশ্বকাপে কোনও এক দলের বিরুদ্ধে আর এক দলের সাফল্যের নিরিখেও পাকিস্তানের রেকর্ডকে ধরে ফেলল টিম ইন্ডিয়া।