Mahua Moitra on viral photos: ‘বাঙালি মেয়েরা জীবন উপভোগ করে’, ‘সিগার হাতে’ ভাইরাল ছবি নিয়ে BJP-কে তোপ মহুয়ার

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি নিয়ে বিজেপিকে আক্রমণ শানালেন মহুয়া মৈত্র। কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ বললেন, ‘দেখে খুব ভালো লাগছে যে আমার কয়েকটি ব্যক্তিগত মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে বিজেপির ট্রোল বাহিনী। সাদা ব্লাউজের থেকে সবুজ পোশাক পরতে আমি বেশি ভালোবাসি। ক্রপ করছেন (ছবি কেটে দিচ্ছেন) কেন? ওই ডিনারে আরও যাঁরা ছিলেন, তাঁদেরও ছবি দেখান। বাংলার মহিলা নিজেদের জীবন উপভোগ করতে জানেন। শুধু মিথ্যার উপর দাঁড়িয়ে জীবন অতিবাহিত করে দেন না।’

বিষয়টা ঠিক কী হয়েছিল? রবিবার সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ভাইরাল হয়ে যায়। সেই ছবি রিটুইট করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ (পূর্বতন টুইটার) বিভিন্নরকম মন্তব্য করা হতে থাকে। নিজেদের বিজেপির নেতা হিসেবে দাবি করা কয়েকজনও সেই ছবিগুলি রিটুইট করতে থাকেন। ওই অংশের তরফে দাবি করা হতে থাকে যে দুটি ছবিতে মহুয়ার সঙ্গে আছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। অপর দুটি ছবিতে মহুয়া একা আছেন। একটি ছবিতে মহুয়ার হাতে সিগার আছে বলেও দাবি করা হয়। সেইসঙ্গে মহুয়ার বিরুদ্ধে অশ্লীল শব্দ প্রয়োগ করেও হ্যাশট্যাগ ব্যবহার করা হতে পারে।

আরও পড়ুন: Mahua Moitra Viral Video: ‘মোদী-শাহের লজ্জা হওয়া উচিত’, ভাইরাল হল মহুয়াকে চ্যাংদোলা করে নিয়ে যাওয়ার ভিডিয়ো

পরবর্তীতে সেই ভাইরাল ছবি (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) নিয়ে মুখ খোলেন মহুয়া। ওই ছবিগুলি বিকৃত করা হয়েছে, এমন কিছু বলেননি তৃণমূল সাংসদ। বরং সিগারের প্রেক্ষিতে এক নেটিজেন যখন পরামর্শ দেন যে ধূমপান করা ভালো নয়, তখন মহুয়া দাবি করেন যে তিনি ধূমপান করছিলেন না। সিগার হাতে নিয়ে স্রেফ ‘পোজ’ দিচ্ছিলেন। ওই নেটিজেন বলেন, ‘ম্যাম, স্বাস্থ্যের পক্ষে ধূমপান ভালো নয়। তার ফলে ক্যানসার হয়।’ সেটার জবাবে মহুয়া বলেন, ‘আমি ধূমপান করিনি। সিগারেটে আমার অ্যালার্জি আছে। মজা করে আমার এক বন্ধুর সিগার নিয়ে স্রেফ পোজ দিচ্ছিলাম।’

সেই টুইটের কিছুক্ষণ পর নিজের ‘এক্স’ অ্যাকাউন্টে আদানি গ্রুপকে আক্রমণ শানান মহুয়া। সেটার সঙ্গে ওই ভাইরাল ছবির কোনও যোগসূত্র আছে কিনা, তা স্পষ্ট করেননি তিনি। তৃণমূল সাংসদ বলেন, ‘আমার মুখ বন্ধ করতে বা আমি টেনে নামাতে যদি সন্দেহজনক সংঘিদের তৈরি করা এবং ভুয়ো শংসাপত্রওয়ালাদের ছড়ানো ঝুঁকিপূর্ণ জিনিসপত্রের উপর নির্ভর করে থাকেন, তাহলে তাঁদের সময় নষ্ট করবেন না। ভালো আইনজীবী প্রস্তুত রাখুন।’

আরও পড়ুন: Women MPs in India: মাত্র ১টি বড় রাজ্যেই ৩৩% মহিলা সাংসদ! সেটা বাংলায় নয়, অনেক পিছিয়ে দক্ষিণ ভারত