World Cup 2023: রোহিতরা চলে এলেন পুণেতে, বিমানবন্দরে টিম ইন্ডিয়ার নামে জয়ধ্বনি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বকাপে (World Cup 2023) অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে রোহিতবাহিনী। টানা তিন ম্য়াচ জিতে জয়ের হ্যাটট্রিক করেছেন রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। পাকিস্তান বধ করে এবার টিম ইন্ডিয়া চলে এল পুণেতে। আহমেদাবাদ জয় করে রবিবার বিকেলে মহারাষ্ট্রের সাংস্কৃতিক রাজধানীতে চলে এল টিম। আগামী ১৯ অক্টোবর, বৃহস্পতিবার, ভারত বিশ্বকাপের চতুর্থ ম্য়াচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে হবে খেলা। এদিন রোহিতের শিষ্যরা বিমানবন্দরের বাইরে পা রাখতেই, টিম ইন্ডিয়ার নামে জয়ধ্বনি দিতে শুরু করেন অনুরাগীরা। সেই ভিডিয়ো শেয়ার করেছে সংবাদসংস্থা পিটিআই।

আরও পড়ুন: IND vs PAK | World Cup 2023: ‘ঈশ্বর’কে চটানোর ভয়ংকর পরিণাম! ঠারেঠোরে ক্ষমা চাইলেন শোয়েব

গতকাল বিশ্বকাপে একপেশে ‘মাদার অফ অল ব্য়াটল’-এর সাক্ষী থেকেছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। লক্ষাধিক দর্শকের সামনে হেসেখেলে রোহিত শর্মা অ্যান্ড কোং চিরপ্রতিদ্বন্দ্বী দেশকে উড়িয়ে দিয়েছে। পার্কে ঘুরতে আসার মেজাজে শনিবার খেলেছে টিম ইন্ডিয়া। রোহিত টস জিতে ব্য়াট করতে পাঠিয়েছিলেন বাবর আজমদের। ভারতীয়দের পেস-স্পিনের লাগাতার আক্রমণে মোতেরায় মুখ থুবড়ে পড়ে পাক ব্য়াটিং লাইন-আপ। ৪২.৫ ওভারে মাত্র ১৯১ রানে শেষ হয়ে যায় বাবরদের গল্প। সেই রান তাড়া করে ভারত ম্য়াচ জেতে সাত উইকেটে, হাতে ১১৭ বল রেখে। ১০ দলীয় কাপযুদ্ধের লড়াইয়ে ভারত জয়ের হ্যাটট্রিক করে ছয় পয়েন্টের সুবাদে রয়েছে তালিকায় শীর্ষে। অন্যদিকে বাংলাদেশ তিন ম্যাচের মধ্যে দুই ম্য়াচ হেরেছে। জিতেছে এক ম্য়াচ। তিন পয়েন্ট নিয়ে তারা রয়েছে টেবলে ছয় নম্বরে। ভারতের সঙ্গে তাদের লড়াই যে অত্যন্ত কঠিন হবে, তা এখনই বলে দেওয়া যায়।

আরও পড়ুন: IND vs PAK | World Cup 2023: ‘ওর কাকার ছেলে…’! বাবরকে ছিঁড়ে খেলেন আক্রম, কিংবদন্তি মানতে পারছেন না

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, ১লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)