অভিষেকের PA সুমিত রায়কে কোনও রক্ষাকবচ দিল না হাইকোর্চ

ইডির তলবে কলকাতা হাইকোর্টের রক্ষাকবচ পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁকে রক্ষাকবচ দিতে অস্বীকার করেন। তবে ইডি তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করলে সুমিতবাবু আদালতের দ্বারস্থ হতে পারবেন বলে জানিয়েছেন বিচারপতি ঘোষ।

গত শুক্রবার ইডির তলবকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিতবাবু। চেষ্টা ছিল মামলাটির দ্রুত শুনানির ব্যবস্থা করে আদালতের রক্ষাকবচ আদায়। সেজন্য সোমবার সকাল ১০টার বদলে বেলা ১২টায় হাজিরা দিতে চেয়ে ইডিকে চিঠি দেন তিনি। কিন্তু বেলা ১২টার মধ্যে আদালতে মামলা ওঠেনি। ফলে ১২টার কিছু পর সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দেন তিনি।

সোমবার দ্বিতীয়ার্ধে এই মামলার শুনানিতে সুমিত রায়ের আইনজীবী আদালতে দাবি করেন, ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের রক্ষাকবচ পেয়েছেন। তাই সুমিতবাবুকেও একই রকম রক্ষাকবচ দেওয়া হোক। কিন্তু এই সওয়ালে সন্তুষ্ট হননি বিচারপতি ঘোষ। তিনি বলেন, কুন্তল ঘোষের অভিযোগের ভিত্তিতে জারি তদন্তে অভিষেককে রক্ষাকবচ দেওয়া হয়েছে। সেটি সম্পূর্ণ ভিন্ন মামলা। ফলে সুমিত রায়কে রক্ষাকবচ দেওয়া সম্ভব নয়। এই মামলায় ইডিকে ৩০ নভেম্বরের মধ্যে হলফনামা দিতে হবে। মামলার শুনানি হবে ৪ ডিসেম্বর। তার মধ্যে ইডি কোনও কড়া পদক্ষেপ করলে আদালতের দ্বারস্থ হতে পারবেন সুমিতবাবু।

ওদিকে এদিন সকালে ইডি সূত্রে জানানো হয়, সুমিত রায় এক সময় বিতর্কিত সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের কর্মী ছিলেন। সেই সূত্রে তাঁকে তলব করা হয়েছে। সোমবার সন্ধ্যা সওয়া ৬টা পর্যন্ত ইডি দফতর থেকে বেরোননি সুমিতবাবু।