ওকে কামড়ে দে! প্রতিবেশীর মেয়ের দিকে কুকুর লেলিয়ে দিলেন ব্যবসায়ী, কারণটা কী? Report

একেবারে হাড়হিম করা ঘটনা বেঙ্গালুরুতে। একটি পোলট্রি ফার্মের মালিক তার প্রতিবেশীর কন্যার দিকে তার পোষা কুকুরকে লেলিয়ে দেন বলে অভিযোগ। আসলে তার বাবা মায়ের সঙ্গে তার মনোমালিন্য রয়েছে। সেকারণে প্রতিশোধ নেওয়ার জন্য তিনি নিজের পোষা কুকুরকে ওই কিশোরীর সামনে নিয়ে গিয়ে ছেড়ে দেয় বলে অভিযোগ। ডেকান হেরাল্ডে এনিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কুুকুরের হানায় জখম হয়েছে ওই কিশোরী। বেঙ্গালুরু পুলিশ ওই কুকুরের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে।

প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, নাগরাজ নামে ওই ব্যক্তি একটি পোলট্রি ফার্মের মালিক। আর মেয়েটির বাবা দিনমজুর হিসাবে কাজ করেন। পোলট্রি ফার্মের মালিক ওই দিনমজুর ব্যক্তিকে তার ফার্মে কাজ করার জন্য বলেছিলেন। কিন্তু তিনি সেখানে কাজ করতে চাননি। এতে নাগরাজের রাগ উঠে যায়। এরপরই তিনি মেয়েটির উপর প্রতিশোধ নেওয়ার ছক কষেন। সেই মতো গত ৯ অক্টোবর যখন মেয়েটি স্কুল থেকে ফিরছিল তখন পোষা কুকুরটাকে ছেড়ে দেন নাগরাজ। এরপর কিশোরীকে কামড়ানোর জন্য বলে।

কুকুরটি আঁচড়ে-কামড়ে দেয় ওই কিশোরীকে। এরপর তার বাবা মা চিৎকার শুনে এলাকায় চলে আসেন। তারাই কোনওরকমে রক্ষা করে কিশোরীকে। এরপর তাকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মেয়েটি খুব ভয় পেয়ে গিয়েছে। কুকুরটি এগিয়ে আসতেই সে চিৎকার শুরু করে দিয়েছিল। তবে কুকুরটি তাকে আঁচড়ে, কামড়ে দিয়েছে। নাগরাজকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে। এদিকে এই হাড়হিম করা ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।