Biryani: ৭০টা বিরিয়ানি পাঠান! ভারত-পাক ম্যাচের খুশিতে সুইগিতে অর্ডার দিল পরিবার, ঝড় উঠল নেটপাড়ায়

শনিবার ছিল ভারত-পাকিস্তান ম্যাচ। একেবারে টান টান উত্তেজনা। আসলে ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই যেন একটা অন্যরকম ব্যাপার। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত তার চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে কার্যত কোণঠাসা করে দিল। ১৯১ রানে পাকিস্তানের সবকটা উইকেট নিয়ে নেয় ভারত। ভারত শেষ পর্যন্ত ৭ উইকেটে জয়ী হয়।

এদিকে সেই ভারত-পাক ম্যাচের উত্তেজনা প্রশমনের জন্য অনেকেই নানা রকম খাবার অর্ডার করেছিলেন সুইগিতে। সুইগি সোশ্য়াল মিডিয়ায় জানিয়েছে একটি পরিবার ৭০ প্যাকেট বিরিয়ানির অর্ডার করেছিল।আর সেই পোস্ট কার্যত ভাইরাল হয়ে যায়।

এক্স হ্য়ান্ডেলে সুইগি লিখেছে ৭০ প্যাকেট বিরিয়ানি অর্ডার করেছিল চন্ডীগড়ের ওই পরিবার। আসলে বোঝাই যাচ্ছিল ভারত-পাক ম্যাচে কারা জিততে চলেছে। তারপরই নানা মন্তব্য ভাসছে নেটপাড়ায়।

 

একজন লিখেছেন, পার্টি মোড অন।

অপর একজন লিখেছেন এবারই কি প্রথম এই অর্ডার পেলেন? অপর একজন লিখেছেন, একটা প্লেট ফ্রিতে দিয়ে দিন। অপর একজন লিখেছেন যে ক্লিপটা দিয়েছেন সেটা তো আরআরআর মুভির।

অপর এক নেটিজেন লিখেছেন, এটাই হল মার্কেটিংয়ের পথ। এক নেটিজেন লিখেছেন, আপনারা একটু ছাড় দিলেন না। শুধু ব্যবসা করছেন।

 

এক নেটিজেন লিখেছেন ৮৬টা বড়াপাও অর্ডার করেছি। ওটা এসে গেল। ধন্যবাদ সুইগি।

আসলে ভারত- পাক ম্যাচ মানে অন্যরকম শিহরণ। দেশপ্রেমের বন্যা বয়ে যায়। পাড়ার চায়ের দোকান থেকে বাড়ির অন্দরমহল সর্বত্র এই ম্যাচ নিয়ে চর্চা চলে পুরোদমে।

তবে এবারই প্রথম নয়, এর আগে এশিয়া কাপ ম্যাচ হয়েছিল শ্রীলঙ্কায়। সেবার ভারত-পাক ম্যাচের দিন একজন ৬২ প্যাকেট বিরিয়ানির অর্ডার করেছিলেন।

সেই সময় সুইগি জানিয়েছিল, একজন বেঙ্গালুরু থেকে ৬২ প্যাকেট বিরিয়ানি অর্ডার করেছেন। আপনি ঠিক কোথায়? আপনারা কি ভারত-পাক ম্যাচের পার্টি দিচ্ছেন? আমরা কি আসব?

আর এবারের ম্যাচে জয় পেয়েছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, এই ঐতিহাসিক জয়ের জন্য় টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানাচ্ছি।