Durga puja 2023: দুর্গামূর্তির গায়ে ৫৫ কেজির রুপো! বাঙালি শিল্পী সাজালেন কোন রাজ্যের প্রতিমা

দুর্গাপুজো মানেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আবার দুর্গাপুজো অনেকের কাছে নিজের শিল্পসত্ত্বাকে মেলে ধরার সুযোগ। সাম্প্রতিক সময়ে বেড়েছে থিম পুজোর ভিড়। সেই ভিড়েই বিভিন্ন পুজো রীতিমতো চোখ কেড়ে নেয়। প্রতিমা ও মণ্ডপে থাকে দক্ষ শিল্পীর হাতের ছোঁয়া। এবার হাবরার বাণীপুরে তেমনটাই চোখে পড়ল। সেখানের স্থানীয় শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দারের হাতে নির্মিত হচ্ছে দুর্গাপ্রতিমা। ৫৫ কেজির রুপোর অলঙ্কার ব্যবহার করা হচ্ছে এই প্রতিমা নির্মাণে। মূর্তির গড়ন অবশ্য মাটির নয়। ফাইবার দিয়ে গড়ে তোলা হচ্ছে এই অভিনব দুর্গা। 

আরও পড়ুন: বয়সকালে কেন কুঁজো হয়ে যান কেউ কেউ? আসল কারণটা হয়তো অজানা অনেকের

হাবরার শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার কোনও আর্ট কলেজ থেকে পাশ করা ছাত্র নন। ফলে আর্টের প্রথাগত শিক্ষা তিনি পাননি। এমনকি কারও থেকে অনুপ্রাণিত নন বলেই জানিয়েছেন সংবাদমাধ্যমকে। তাহলে কীভাবে এই শিল্পে হাত পাকানো? ইন্দ্রজিৎ জানাচ্ছেন, পুরোটাই নিজের মনের ইচ্ছে। নিজের ইচ্ছেতেই শুরু হয় মূর্তি বানানোর কাজ। তার পর একে একে নানারকম থিমের চিন্তা মাথায় আসতে থাকে। ধীরে ধীরে সেগুলি বাস্তবায়িত করে তুলতে শুরু করেন ইন্দ্রজিৎ। আর এভাবেই এখন হাবরার অন্যতম বিখ্যাত শিল্পী তিনি।

আরও পড়ুন: সালফার দিয়ে অজ্ঞান করা হত রোগীকে, অ্যানেস্থেশিয়ার ইতিহাস চমকে দেওয়ার মতো

দুর্গাপুজোর আগে আগে ইন্দ্রজিতের ব্যস্ততা চরমে ওঠে। এই ব্যস্ততা আজকের নয়। গত ১৮ বছর ধরেই মূর্তি নির্মাণের কাজে জড়িয়ে রয়েছে ইন্দ্রজিৎ। প্রতি বছরই নতুন নতুন ভাবনা ফুটিয়ে তোলেন মূর্তির আদলে। এই বছর তেমনই বেছে নিয়েছেন রুপোর আদল। ফাইবারের প্রতিমার উপরের রুপোর অলঙ্কার পরিয়ে মাকে অন্যরূপে সাজাচ্ছেন ইন্দ্রজিৎ পোদ্দার। প্রসঙ্গত, এই প্রতিমা পূজিত হবে ত্রিপুরায়, আরেক বাংলা ভাষাভাষী ভূখণ্ডে।

রুপোর অলঙ্কার দিয়ে সাজানো হচ্ছে মাকে। যথেষ্ট দামি দামি গয়নার ব্যবহার করা হচ্ছে। ফলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তো ওঠেই। কিন্তু সেই দিক থেকেও ইন্দ্রজিৎ নিশ্চিন্ত। কারণ প্রশাসন নিজে থেকেই এগিয়ে এসেছে এই ব্যাপারে। বাণীপুর এলাকার শিল্পীটি যাতে নিশ্চিন্তে কাজ করতে পারে, কড়া করা হয়েছে পুলিশি নিরাপত্তা। তাঁর কাজের জায়গার চারপাশে বসানো হয়েছে সিসিটিভি। জুন মাস থেকে একটানা কাজ করার পর সম্প্রতি শেষ হল প্রতিমা নির্মাণের কাজ। এবার সপরিবারে ত্রিপুরা রওনা দেবেন ইন্দ্রজিৎ। সেখানেই পূজিত হবেন তাঁর নির্মিত প্রতিমা।