Durga Puja 2023: সোদপুরেই প্যারিস! চোখ ধাঁধানো এই পুজো না দেখলে বড় ভুল করবেন

সামনেই দুর্গাপুজো। চারিদিকে সাজো সাজো রব। নানান থিমের কারুকার্যে ভরে গিয়েছে কলকাতা। বহু বিদেশি স্থাপত্যের আদলে তৈরি হয়েছে একাধিক প্যান্ডেল। বিদেশের জনপ্রিয় জায়গা দেখতে আর বিদেশে পাড়ি দিতে হচ্ছে না। ঠিক এমনই এই বছর পুজোয় প্যারিস একেবারে দোরগোড়ায় চাইলে কয়েক বা এগিয়েই একেবারে পৌঁছে যাবেন সুদূর প্যারিসে। সকলের জন্য এমনই সুযোগ এনে দিয়েছে সোদপুরের বার্মাশেল পুজো কমিটি।

আরও পড়ুন: কলকাতার ভিড় এড়িয়ে নির্জনে ঠাকুর দেখতে চান? ঘুরে আসুন হুগলির এই ৩ জায়গায়

সোদপুরে গেলেই পৌঁছে যাবেন একেবারে সুদূর প্যারিসে। এই বছর বার্মাশোল পুজো কমিটি কলকাতায় প্যারিস তুলে এনেছে। অবিকল প্যারিসের অপেরা হাউসের আদলে তৈরি হয়েছে প্যান্ডেল। অসাধারণ কারুকার্য, নিঁখুত হাতের কাজ দিয়ে একেবারে আসল স্থাপত্যের মতো ফুটিয়ে তোলা হয়েছে অপেরা হাউজ। আলোর কারুকার্যও একেবারে অন্যরকম। জ্বলজ্বলে প্যান্ডেল দেখলে আসল-নকল গুলিয়ে ফেলতে হয়। এবার পুজোয় অসাধারণ থিমে সেজেছে সোদপুর।

শিউলি ফুল, কাশফুলের দিন শুরু। শহরে বসেই বিদেশের আমেজ এনে দিচ্ছে বিভিন্ন পুজো কমিটিগুলি। তবে বার্মাশেল পুজো কমিটির থিম দেখলে সত্যিই গায়ে কাঁটা দেবে। নিঁখুত কারুকার্য দেখলে মন ভরে যাবে সবার। অপেরা হাউজের আদলে তৈরি করা এই প্যান্ডেলে রয়েছে অসাধারণ কাজ আর আলোর রোশনাই। প্যান্ডেলের ভিতরও নজর কাড়ছে দর্শকদের। অপরূপ কায়দায় তৈরি হয়েছে প্রতিটা দেওয়াল। আলোর কাজও কম নেই।

এই প্যান্ডেলের প্রতিমা একেবারে অন্যরকম। সাদা রঙের দুর্গা প্রতিমা রয়েছে এই পুজোতে। রয়েছে আরও বেশ কয়েকটা প্রতিমা তবে সবকটাই সাদা রঙের সুন্দর আলোকশৈলীতে সাজানো রয়েছে পুজোর মণ্ডপ।

আরও পড়ুন: বয়স বাড়লেই মেরুদণ্ড দুর্বল! শিরদাঁড়া সোজা রাখতে মেনে চলুন এই ম্যাজিকাল টিপস

শহর থেকে খানিক দূরের এই থিম দেখতে ইতিমধ্যেই ভিড় জমে যাচ্ছে মণ্ডপের সামনে। এই থিম দেখতে উৎসাহ জেগেছে অনেকের মনেই। যাদের তেমন বিদেশ ঘোরা হয় না, বা প্যারিসে যাওয়ার স্বপ্ন দেখেন দু’পা এগোলেই স্বপ্নের অপেরা হাউজ দেখতে পাবেন তারা। সারা বছর অক্লান্ত পরিশ্রমের পরে পুজোর ক’টা দিন শহরে থেকে বিদেশ পারি দিতে কে না চায়! তাই এই পুজো কমিটির এমন অসাধারণ ভাবনাকে অভিনন্দন জানিয়েছেন অনেকেই। পুজো আসার আগেই মানুষের মনে সাড়া জাগিয়ে তুলেছে প্যারিসের অপেরা হাউজ।