Earthquake: ভূমিকম্পে কেঁপে উঠল ফরিদাবাদ, কম্পনের মাত্রা ৩.১, কাঁপুনি অনুভূত দিল্লি-এনসিআরএও

ভূমিকম্পে কেঁপে উঠল হরিয়ানার ফরিদাবাদ। জানা গিয়েছে, কম্পন অনুভূত হয়েছে দিল্লি-এনআসিআর-এও। কম্পনের মাত্রা ৩.১ ছিল বলে খবর। ন্যাশনাল সেন্টার ফর সেসিমোলজি জানিয়েছে ৩.১ কম্পনের মাত্রা নিয়ে ভূমিকম্প অনুভূত হয়েছে হরিয়ানার ফরিদাবাদে। সেখানে বিকেল ৪.০৮ মিনিট নাগাদ ১০ কিলোমিটার গভীরে কম্পন অনুভূত হয়। উল্লেখ্য, এদিন বেলার দিকে আফগানিস্তানও ফের একবার কম্পনে কেঁপে ওঠে। গত এক সপ্তাহে তা তৃতীয়বারের ঘটনা। এরপর দিল্লিতে অনুভূত হল কম্পন।

( Video: দশমীতে হয় কুমারী পুজো, আউশগ্রামের ৩০০ বছরের পুরনো এই বনেদী বাড়ির পুজো ঘিরে সাজো সাজো রব)

এর আগে, গত ৩ অক্টোবর দিল্লি এনসিআরএ অনুভূত হয়েছে কম্পন। সেদিন নেপালে ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.২।  উল্লেখ্য, সেদিন কেঁপে ওঠে উত্তর ভারতের বহু জায়গা। জানা যায়, সেই দিনের ভূমিকম্পের কেন্দ্র ছিল নেপালের বাঝাং জেলা। সেদিন কাঠমাণন্ডু থেকে ৭০০ কিলোমিটার পশ্চিমে দুুপুর ২.৪০ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। এদিকে রবিবার বেলার দিকে ফের একবার ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। ইতিমধ্যেই আফগানিস্তানে ভূমিকম্পে হেরাত এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে ৪ হাজার ছাড়িয়েছে মৃত্যু মিছিল। আহতের সংখ্যাও কম নয়। তারপর আজ নতুন করে ভূমিকম্পে ১ জনের মৃত্যুর খবর এসেছে। জানা গিয়েছে, আফগানিস্তানে স্থানীয় সময় সকাল ৮ টা নাগাদ এই ভূমিকম্প হয়েছে। জানা গিয়েছে, র আগের ভূমিকম্পে হেরাতের ২০ টি গ্রামকে তছনছ করে দিয়েছে ওই প্রাকৃতিক দুর্যোগ। পরবর্তীতে শুরু হয় উদ্ধার কাজ। তবে ভূমিকম্পের আফটার শকের জেরে সেই উদ্ধার কাজও মন্থর হতে থাকে।

( ‘আমার ভুল’, হামাসের হামলা গোয়েন্দা বিভাগের ‘ব্যর্থতা’! মেনে নিলেন ইজরায়েলের নিরাপত্তা উপদেষ্টা)

রবিবার আফগানিস্তানে যে ভূমিকম্প হয়েছে তার তীব্রতা ছিল রিখটার স্কেলে ৬.৩। কম্পনের কেন্দ্র ছিল হেরাত শহর সংলগ্ন এলাকা। ভূগর্ভের ৬.৩ কিলোমিটার গভীরে এই কম্পন ছড়িয়ে পড়ে বলে খবর। রবিবারের ঘটনায় আফগানিস্তানে মোট ১০০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, হেরাত থেকে ৩৪ কিলোমিটার দূরের এলাকায় অনুভূত হয়েছে কম্পন।