Kolkata Alert: বাসে জানলার ধারে বসে মোবাইল দেখেন? সাবধান করছে কলকাতা পুলিশ, বিরাট ঘটনা ঘটে যেতে পারে…

অনেক সময় চলন্ত ট্রেনের জানালার ধারে মোবাইল নিয়ে বসে থাকলে আরপিএফ সতর্ক করে দেয়, সরে বসুন। জানালার বাইরে থেকে মোবাইল তুলে নিতে পারে ওরা। তবে এবার আর শুধু রেল নয়, বাসের জানালার ধারে বসে থাকা যাত্রীর কাছ থেকেও মূল্যবান সামগ্রী তুলে নিচ্ছে দুষ্কৃতীরা। ঠিক কীভাবে এই অপারেশন চালাচ্ছে দুষ্কৃতীরা?

কলকাতা পুলিশ এনিয়ে পুজোর কলকাতায় বাসের ধারে বসে থাকা যাত্রীদের সতর্ক করেছে। আসলে অনেক সময়ই দেখা যায় জানালার ধারে বসে থাকা যাত্রীরা মোবাইল দেখছেন। অনেকেই বাসে সিট পেলেই মোবাইল বের করে দেখতে শুরু করে দেন। আর জানালার ধারে যারা সিট পান তাদের তো আবার বাড়তি সুবিধা। কারণ তারা একদিকে যেমন জানালার হাওয়া খেতে পারেন তেমনি আবার মোবাইল দেখারও কোনও সমস্যা নেই। 

কিন্তু এখানেই মূল সমস্যা। বাস হয়তো সিগন্যালে দাঁড়াল। কিংবা বাসস্টপে দাঁড়িয়ে আছে বাসটি। আর বাসটি যেই ছাড়ল, তখনই দেখলেন বাইরে থেকে একটি হাত এসে কেড়ে নিল আপনার মোবাইলটি। বাইরে তাকিয়ে দেখলেন কেউ নেই। ততক্ষণে হাওয়া হয়ে গিয়েছে আপনার দামি মোবাইল। 

পুলিশ সূত্রে খবর, মূলত রিমাউন্ট রোড, একবালপুর, খিদিরপুর, মোমিনপুর এলাকায় সক্রিয় হয়েছে এই ধরনের একটি চক্র। তারা এভাবে বাসের জানালার ধারে বসে থাকা যাত্রীদের টার্গেট করছে। 

এদিকে নানা অছিলায় এই কাণ্ড করা হচ্ছে বলে অভিযোগ। অনেক সময় কিছু বিক্রির জন্য আপনার কাছাকাছি আসতে পারে ওরা। এরপর মোবাইল কেড়ে নিয়ে চম্পট। চোখের নিমেষে হাওয়া হয়ে যাচ্ছে তারা। 

এদিকে পুজো এলেই প্রতিবার ছিনতাইবাজরাও আসে শহরে। ভিড়ের মধ্য়ে মিশে থাকে ওরা। এরপর সুযোগ বুঝে মোবাইল, মানি ব্যাগ কেড়ে নেয় তারা। এমনকী ভিড় বাসে, দোকানের ভিড়েও লুকিয়ে থাকে ওরা। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ করে দেয় ওরা। এক্ষেত্রে একাধিক অভিযোগ এসেছে পুলিশের কাছে। সেকারণেই পুলিশ সতর্ক করছে সাধারণ মানুষকে।