Ronaldinho Meets Mamata Banerjee, Gifts Her Brazilian Jersey

ব্রতদীপ ভট্টাচার্য ও সুদীপ্ত আচার্য, কলকাতা: পুজোর (Durga Puja 2023) মরশুমে, গতকাল রাতেই কলকাতায় পা রেখেছেন কিংবদন্তি ফুটবলার রোনাল্ডিনহো (Ronaldinho Gaúcho)। আজ তাঁর একাধিক কর্মসূচিত অংশগ্রহণ করার কথা ছিল। সেই মতোই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করার পাশাপাশি ফুটবল অ্যাকাডেমিরও উদ্বোধন করলেন ব্রাজিলিয়ান মহাতারকা (Brazilian Footballer)।

সোমবার সকালে প্রথমেই রাজারহাটে মার্লিন রাইজ-এর রোনাল্ডিনহো ফুটবল অ্যাকাডেমির অনুষ্ঠানিক উদ্বোধন করলেন। আর টেন ফুটবল অ্যাকাডেমি উদ্বোধন করেন রোনালডিনহো। রোনাল্ডিনহোর দ্বারা বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত ১৩টি একাডেমির মধ্যে এটিই ভারতের একমাত্র আর টেন (R-10) ফুটবল অ্যাকাডেমি। অন্যান্য একাডেমি গুলি পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থিত।  ব্রাজিলিয়ান তারকাকে দেখতে রাজারহাটের আবাসনে উপচে পড়ে অনুরাগীদের ভিড়।

এরপর তাঁর যাওয়ার কথা ছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। লেকটাউনে মারাদোনার মূর্তিতে মাল্যদান করেই তিনি চলে যান শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো মণ্ডপে। শ্রীভূমি স্পোর্টিংয়ের মাঠে সম্বর্ধনা দেওয়া হয় রোনালডিনহোকে। সেখানে গিয়ে মণ্ডপে মাতৃদর্শন করেন রোনাল্ডিনহো। শ্রীভূমি স্পোর্টিংয়ের মাঠে অন্য মেজাজে দেখা গেল তারকা ফুটবলারকে। ফুটবল পায়ে জাদুও দেখালেন ড্রিবলের রাজা। গোলকিপারের ভূমিকায় দেখা গেল মন্ত্রী সুজিত বসুকে।

এরপরই তিনি কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি গিয়ে তাঁর সঙ্গে দেখা করতে যান রোনাল্ডিনহো। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসুও। ব্রাজিলিয়ান তারকাকে স্বাগত জানাতে বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরীয় পরিয়ে তাঁকে শুভেচ্ছা জানান মমতা। হাতে তুলে দেন একটি ফুটবলও। মুখ্যমন্ত্রীর বাড়িতে কিংবদন্তি ফুটবলারকে স্বাগত জানাতে হাজির ছিলেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমসহ মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডানের কর্তারাও। ক্লাব জার্সিতে রোনালডিনহোর সই সংগ্রহ করেন তিনি প্রধানের কর্তারা। 

কলকাতায় আসা পাকা হতেই রোনাল্ডিনহো মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিলেন। সেইমতোই তিনি মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। ১৫ মিনিটের বেশি সময় ধরে মুখ্যমন্ত্রীর বাড়িতে ছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশ খানিকটা সময় কথাও বলেন তিনি। খবর অনুযায়ী তাঁর থেকে বাংলায় ফুটবলের উন্নতির বিষয়ে পরামর্শ চান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্রাজিলের একটি জার্সিও উপহার হিসেবে দেন রোনাল্ডিনহো। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: অবশেষে সত্যি হল জল্পনা, ২০২৮ অলিম্পিক্সে অন্তর্ভুক্ত হল ক্রিকেট