Science news: পার্কিনসনস ধরা পড়বে ২০-৩০ বছর আগেই! নয়া গবেষণার মিলল বিশেষ হদিস

Science news: পার্কিনসনস রোগে হাত-পা বা শরীরের বিভিন্ন অঙ্গ কাঁপতে থাকে। এই রোগে আক্রান্ত ব্যক্তির পেশিগুলি ঠিকমতো সংযোগ রক্ষা করে কাজ করতে পারে না। বিজ্ঞানের পরিভাষায় একে বলা হয় মোটর কোঅর্ডিনেশনের সমস্যা।