World Cup 2023 ‘Shaheen Afridi Is No Wasim Akram’ Ravi Shastri’s Analysis Of Pakistan Pacer

মুম্বই : বিশ্বকাপের (World Cup 2023) মঞ্চে আটে আট করেছে ভারত। পাকিস্তানকে কার্যত দুরমুশ করেছেন রোহিত শর্মা-জসপ্রীত বুমরাহরা। প্রথমে ভারতীয় বোলারদের দাপটের পর ব্যাটারদের দাপটে জিতেছে ভারত। আর সেই জয়ের মেজাজেই শাহিন শাহ আফ্রিদিকে ‘ঠিক ঠাক’ বোলার বলে কটাক্ষ ছুড়লেন রবি শাস্ত্রী (Ravi Shastri)।

ভারতের প্রাক্তন কোচ তথা ধারাভাষ্যকার রবির কোচিংয়ের সময় কয়েকবার ভারতীয় ব্যাটিং টপ অর্ডারকে খানিক বিপাকে ফেলেছিলেন পাকিস্তানের বাঁ হাতি পেসার। যদিও বিশ্বকাপের ম্যাচে তার ব্যর্থতার দিনেই শাস্ত্রীর সাফ খোঁচা, ‘শাহিন শাহ আফ্রিদি কি ওয়াসিম আক্রাম নাকি !’ রবি শাস্ত্রীর মন্তব্যের যে ভিডিওটি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, অপর এক ধারাভাষ্যকারের শাহিন শাহ আফ্রিদিকে (Shaheen Shah Afridi) নিয়ে ভারতীয় ব্যাটারদের বাড়তি চিন্তার জায়গা রয়েছে বলে মন্তব্যের প্রেক্ষিতেই কার্যত তাঁকে থামিয়ে রবি শাস্ত্রীর সংযোজন, ‘শাহিন শাহ আফ্রিদি মোটেই কোনও ওয়াসিম আক্রাম নয়। নতুন বলে বোলিং করার সময় উইকেট তুলে নিতে পারে। বোলার ভাল। তবে এতটা বাড়তি গুরুত্ব দেওয়ার মতোও কিছু হয়নি। ঠিক ঠাক বোলার ও। তেমনটাই বলা উচিত। দুরন্ত বোলার, চিন্তার বিষয়, এরকম বাড়িয়ে-চাড়িয়ে বলার কোনও মানে নেই। ঠিক ঠাক বোলার যখন তখন সেটা বলা ও মেনে নেওয়াই উচিত।’

আমদাবাদে চিরপ্রতিদ্বন্দ্বীদের হয়ে ভারতীয় শিবিরে প্রথম আঘাত অবশ্য হেনেছিলেন শাহিন শাহ আফ্রিদিই। তার বল পয়েন্টের ওপর থেকে কাট করতে গিয়ে ক্যাচ দিয়ে বসেছিলেন ডেঙ্গি সারিয়ে ভারতীয় দলে ফেরা শুভমন গিল। পরের দিকে রোহিত শর্মাকে শতরানের পথ পর্যন্ত পৌঁছতে দেননি তিনি। ৬ ওভারে ৩৬ রান দিয়ে ২ টি উইকেট নিয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। যদিও শাহিন শাহ ও বাকি পাক বোলারদের বোলিং নিয়ে মোটেই খুশি নন অনেক বিশেষজ্ঞও। 

যার তুলনা টেনে শাহিন শাহ আফ্রিদিকে খোঁচা দিয়েছেন রবি শাস্ত্রী। সেই কিংবদন্তি প্রাক্তন পাক পেসার ওয়াসিম আক্রামও (Wasim Akram) ভারতের বিরুদ্ধে ম্যাচে পাক বোলারদের বোলিংয়ের লাইন-লেংথ নিয়ে সমালোচনা করেছেন। ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে পাক বোলারদের পরিকল্পনার অভাব স্পষ্ট হয়ে গিয়েছে বলেই বিরক্তি প্রকাশ করেছেন আক্রাম। 

আরও পড়ুন- ‘রোহিত তো আর সাড়ে ৬ ফুটের নয়’ পাক বোলারদের আক্রমণ আক্রামের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial