Firecracker Unit Explosion: উৎসবের আমেজে বাজির ২ টি ইউনিটে বিস্ফোরণ! তামিলনাড়ুতে মৃত বেড়ে ১৪

দেশে উৎসবের মরশুম শুরু হয়েছে। তারই মধ্যে দুসংবাদ। তামিলনাড়ুর বিরুধুনগরের কিচানায়াকনপট্টি ও রাঙ্গাপালায়ম এলাকায় বাজির ইউনিট-এ বিস্ফোরণের জেরে প্রাথমিকভাবে ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। পরে সেই মডতের সংখ্যা বেড়ে ১৪ হয়েছে বলে খবর। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই এলাকায় ছড়িয়েছে আতঙ্ক।

জানা গিয়েছে, কারখানার সামনেই ছিল একটি বাজির দোকান। বিস্ফোরণের জেরে সেই দোকানও অগ্নিদগ্ধ হয়েছে। জানা গিয়েছে, দোকান থেকে পুরনো বাজি বের করে তা পুড়িয়ে দেওয়া হচ্ছিল। তখনই আচমকা বিস্ফোরণ হয়। সেই আগুন গিয়ে ছড়ায় দোকানে। এরপর দোকানে থাকা বাজিগুলি বিস্ফোরণ হয়। কিছু বুঝো ওঠার আগেই অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়তে থাকে। ছড়ায় চাঞ্চল্য। ওই বাজি কারখানা চালায় এম পুথুপাট্টিরেঙ্গাপালায়ম কারখানা। ঘটনার পরই সেখানে পৌঁছয় পুলিশ, দমকল। পুলিশ জানিয়েছে, রাঙ্গাপালায়মের ঘটনায় ৭ টি দগ্ধ দেহ উদ্ধার হয়েছে। তবে উদ্ধার হওয়া দেহগুলির পরিস্থিতি এতটাই ক্ষতবিক্ষত, যে তা থেকে ওই ব্যক্তির পরিচিতি চেনা যাচ্ছে না। এখনও পর্যন্ত এই অগ্নিকাণ্ডের নেপথ্যের ঘটনা জানা যায়নি।

আহতদের স্থানীয় বিরুধুনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, কিচানায়াকাপট্টি গ্রামের বাজি কারখানার ঘটনায় আরও ২ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনায় শোকবার্তা জানিয়েছেন এমকে স্ট্যালিন। তিনি মৃতদের পরিবারের জন্য ৩ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। আর গুরুতর আহতদের জন্য ১ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।