Islamist Terrorism: ইউরোপে বাড়ছে ‘ইসলামিক জঙ্গিবাদ,’ সতর্ক করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। মঙ্গলবার আলবেনিয়া সফরে গিয়ে তিনি জানান ইউরোপে ইসলামিক উগ্রপন্থা ক্রমশ বাড়ছে। সমস্ত দেশের এনিয়ে সতর্ক থাকা দরকার। ফ্রান্সে এক শিক্ষককে হত্যা করা ও বেলজিয়ামে দুজন সুইডিশ ফ্য়ানকে হত্যার ঘটনার জেরে একথা জানিয়েছেন তিনি।

৪৫ বছর বয়সি এক ব্যক্তি নিজেকে ইসলামিক স্টেটের সদস্য বলে দাবি করেছিলেন। ব্রাসেলসে দুজন সুইডিশ ফ্যানকে তিনি হত্যা করেছিলেন বলে অভিযোগ।

এদিকে প্যারিসে এক ফ্রেঞ্চ অ্যান্টি টেররিজম প্রসিকিউটর জানিয়েছিলেন, ২০ বছর বয়সি এক যুবক এক স্কুল শিক্ষককে হত্যা করেছে। আরও তিনজনকে আহত করেছে।

প্রেসিডেন্ট জানিয়েছেন, ব্রাসেলসে আমরা আবার এটা দেখলাম। সমস্ত ইউরোপিয়ান স্টেট অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে। ইসলামিক জঙ্গিবাদ বাড়ছে।

তিনি জানিয়েছেন, বেলজিয়ান বন্ধুদের সঙ্গে আমরা একতাবোধ প্রকাশ করছি। তিনি জানিয়েছেন, সামনের দিনে তিনি ইজরায়েল যেতে পারেন। সেখানে হামাস জঙ্গি গোষ্ঠী ইতিমধ্যেই হামলা চালিয়েছে ইজরায়েলের উপর। ১৩০০ মানুষকে তারা হত্যা করেছে। তিনি জানিয়েছেন, ইজরায়েলের সুরক্ষা সমস্ত সন্ত্রাসবাদী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই, শান্তি প্রক্রিয়া রাজনৈতিক সমাধান সবটাই একে অপরের সঙ্গে যুক্ত। তবে তিনি এদিন ইসলামিক উগ্রপন্থা নিয়ে ভয়াবহ উদ্বেগ প্রকাশ করেছেন।