Mamata Banerjee: নেতা মন্ত্রীদেরও ঠাকুর দেখতে হবে লাইনে দাঁড়িয়েই, মমতার কড়া নির্দেশ, চরম অস্বস্তি দলে

পুজোর ভিড় কিংবা বিচিত্রানুষ্ঠানের ভিড়। ভিআইপিদের গাড়ি মানেই যেন আলাদা কদর। শত সমস্যার হলেও সরে যেতে হয় সাধারণ মানুষকে। শিশু কোলে মা, কিংবা প্রবীণ মানুষরাও সরে যেতে বাধ্য় হন। ঠেলাঠেলিতে পড়েও যান অনেকে। নেতা, মন্ত্রীর গাড়ি আসছে বলে কথা! তবে এবারের পুজোতে এই প্রবণতায় রাশ টানলেন খোদ বাংলার মুখ্য়মন্ত্রী।

সোমবার এনিয়ে রাজ্যের নেতামন্ত্রীদের সতর্ক করে দিয়েছেন খোদ মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ভিআইপি বলে স্পেশাল ট্রিটমেন্ট পেতে গিয়ে সাধারণ মানুষের ভোগান্তি যাতে না হয় সেব্যাপারে সতর্ক করে দিয়েছেন তিনি।

ভার্চুয়াল মাধ্যমে কলকাতার দুর্গাপুজো উদ্বোধন করতে গিয়ে তিনি জানিয়েছেন, দুর্গাপুজোয় লক্ষ লক্ষ মানুষ ঠাকুর দেখতে রাস্তায় নামেন। এই পরিস্থিতিতে কেউ ভিআইপি ট্রিটমেন্ট পেতে চাইলে সাধারণ মানুষের অসুবিধে হয়। হ্য়াপা হয় পুলিশেরও। এই একই কারণে গঙ্গাসাগর মেলাতেও ভিআইপিদের গতিবিধি সংক্ষিপ্ত রাখতে বলেছি। জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বর্তমান সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে।

সেই সঙ্গেই তিনি জানিয়ে দেন প্যান্ডেলে গিয়ে ঠাকুর দেখতে হলে একেবারে সাধারণ মানুষের মতোই লাইনে দাঁড়াতে হবে নেতা মন্ত্রীদেরও। সেই সঙ্গেই মমতা জানিয়েছেন, বিদেশি পর্যটকদের বাসে যেন ফরেন ট্যুরিস্ট বোর্ড লেখা থাকে।

পুজো মানেই কলকাতায় একেবারে অন্যরকম ব্যাপার। বিকাল থেকেই শুরু হয়ে যায় ভিড়। একেবারে গিজ গিজ করা অবস্থা। তিল ধারণের পরিস্থিতি নেই। একাধিক বিগ বাজেটের মণ্ডপের সামনে কাতারে কাতারে ভিড়। কিন্তু রাজ্যের নেতা মন্ত্রীদের জন্য আবার আলাদা ব্যাপার। তাঁরা মণ্ডপের কাছে এলেই দেখা যায় হুটার বাজছে গাড়িতে। আমজনতা যখন লাইনে, ভিড় ঠেলছেন শিশু, বৃদ্ধ, মহিলারাও, তখন নেতা মন্ত্রীদের যাওয়ার জন্য সাধারণ মানুষদের কার্যত সরিয়ে দেন নিরাপত্তারক্ষীরা। তবে এবার সেই ধরনের পরিস্থিতি যাতে তৈরি না হয় সেটা আগাম সতর্ক করে দিলেন নেত্রী। কিন্তু সবথেকে বড় প্রশ্ন এটা কি আদৌ মানবেন নেতা মন্ত্রীরা? লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষের মতো দীর্ঘক্ষণ অপেক্ষা করে ঠাকুর কি আদৌ দেখবেন তাঁরা?

মমতার নির্দেশে অনেকেই প্রমাদ গুণতে শুরু করেছেন বলে খবর। চরম অস্বস্তিতে অনেকেই। এভাবে জনতার সঙ্গে একলাইনে দাঁড়ালে প্রেস্টিজ থাকবে নেতাদের?