Maritime Projects: ২৩,০০০ কোটির সামুদ্রিক প্রকল্পের সূচনা করলেন মোদী, দেখালেন নয়া দিশা

যোগেশ নায়েক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৩,০০০ কোটি টাকার সামুদ্রিক প্রকল্পের উদ্বোধন করলেন তিনি। মঙ্গলবার গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট ২০২৩ অনুষ্ঠিত হয় মুম্বইতে। ভার্চুয়াল মাধ্য়মে প্রধানমন্ত্রী এই বিরাট প্রকল্পের সূচনা করেন। 

আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যের নানা দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী। অতিমারি পরবর্তী পরিস্থিতিতে সমুদ্র বাণিজ্যের নানা দিক তুলে ধরেন তিনি। 

অমৃতকাল ভিশন ২০৪৭। বন্দর সংক্রান্ত সুবিধা, আন্তর্জাতিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে। এই সামিটে মোদী জানিয়েছেন,  ইতিহাসে প্রমাণ আছে যে ভারতের সামুদ্রিক বাণিজ্য একদিন গোটা বিশ্বের উপকারে লেগেছে। গত কয়েক বছরে এর আরও উন্নতি হয়েছে। গত কয়েক দশকে এই সামুদ্রিক বাণিজ্যের প্রবল উন্নতি হয়েছে। মোদী জানিয়েছেন, দেশের একাধিক বন্দরের ধারণক্ষমতা অনেকটা বৃদ্ধি করা হয়েছে। কার্যত দ্বিগুণ ধারণক্ষমতা করা হয়েছে। ২০১৪ সালের তুলনায় এর বর্তমানে এই বন্দর বাণিজ্যের প্রভূত উন্নতি হয়েছে। 

বন্দরের সঙ্গে সংযোগ বৃদ্ধির জন্য নতুন রাস্তার সূচনা করা হয়েছে বলে জানিয়েছেন মোদী। সাগরমালা প্রকল্পের কথা উল্লেখ করেন তিনি। সামুদ্রিক পরিকাঠামো বৃদ্ধির কথা উল্লেখ করেন তিনি। মোদী জানিয়েছেন, এর মাধ্যমে কর্মসংস্থানও বৃদ্ধি পেয়েছে।

মোদী জানিয়েছেন, বিনিয়োগকারীরা এই উন্নতির পেছনে বড় অংশজুড়ে রয়েছে। তিনি জানিয়েছেন, ভারত এখন বিশ্বের প্রথম পাঁচটি জাহাজ তৈরির দেশের মধ্যে পড়ছে। আমাদের মন্ত্র হল ভারতে তৈরি করো। গোটা সামুদ্রিক বাণিজ্যের ক্ষেত্রে সমস্ত অংশীদারিত্বকে এক ছাতার তলায় এনে কাজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মোদী। তিনি জানিয়েছেন, আমরা এমন একটা সময়ের দিকে যাচ্ছি যেখানে গ্রিন প্ল্যানেটের জন্য ব্লু ইকোনমির দিকে যাচ্ছি আমরা।