Ornaments: ব্যাঙ্কের লকার থেকে উধাও গয়নার বাক্স! মাথায় হাত ম্যানেজারের, কাঠগড়ায় পিওন

রায়না আসাইনার

ব্যাঙ্কের পিওনের বিরুদ্ধে লকার থেকে গয়না চুরির অভিযোগ। নবি মুম্বইতে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এনিয়ে চুরির মামলা করেছে ওই পিওনের বিরুদ্ধে। ব্যাঙ্কের লকার থেকে ১০.৯০ লাখ টাকার গয়না উধাও হয়ে গিয়েছে। আর সেই ঘটনায় এবার পিওনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ওই পিওনকে আপাতত সাসপেন্ড করা হয়েছে। পুলিশ এনিয়ে তদন্ত করছে।

ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের ম্যানেজার ওই পিওনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ব্যাঙ্কের লকার থেকে ওই পিওন ১০.৯০ লাখ টাকার গয়না সরিয়ে ফেলেছেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, লকারে কত কী গয়না আছে তা মিলিয়ে দেখছিল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। আর তখনই সামনে আসে বিপুল টাকার গয়না উধাও। অভিযুক্ত পিওনের নাম অশ্বীন ভয়ের। ঠিক কী হয়েছে ঘটনাটি?

সূত্রের খবর, ২০২২ সালের অক্টোবর মাসে যাদব পাতিল নামে এক ব্যক্তি ২.১৪ লাখ টাকার গয়না রেখে ১.৫০ লাখ টাকা লোন নিয়েছিলেন। এদিকে চিরাগ ধুরে নামে এক ব্যক্তিও ৮.৭৫ লাখ টাকার সোনার অলঙ্কার রেখে ৬.১০ লাখ টাকার লোন নিয়েছিলেন। এরপর ৬ নম্বর লকারে তা রাখা হয়েছিল। আরও গ্রাহকদের সোনা ওখানে ছিল।

২০২৩ সালের জানুয়ারি ম্যানেজার প্রিয়াঙ্কা রমাকান্ত শ্রীবাস্তব ব্যাঙ্ক লকারের অডিট করার নির্দেশ দেন। তখন দেখা যায় গয়না ঠিকঠাকই আছে। এরপর মার্চ মাসে ফের অডিট করার পরে দেখা যায় ৬ নম্বর লকার থেকে দুজনের গয়নার বাক্স উধাও।

এরপরই ব্যাঙ্কের আধিকারিকদের অনুমান এই ঘটনার সঙ্গে পিওন যুক্ত থাকতে পারে। কারণ লকার এলাকা তিনিই পরিষ্কার করেন। আবার মাঝেমধ্যে তিনিই চাবি খুলে গয়না বের করে আনেন আধিকারিকদের নির্দেশে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, পিওন অসংলগ্ন কথা বলছেন। এই ঘটনায় তাকে গ্রেফতার করা হবে।

৩৮১ ধারায় তার বিরুদ্ধে মামলা শুরু করা হয়েছে। তবে এই ঘটনায় আর কেউ যুক্ত কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।