Visva Bharati: অতি BJP সাজার চেষ্টা করছেন বিদ্যুৎ চক্রবর্তী, সোশ্যাল মিডিয়ায় দাবি BJP নেতারই

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আদালত অপসারণের পরামর্শ দিতেই তাঁর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা তথা ওই বিশ্ববিদ্যালয়েরই অধ্যাপক অনুপম হাজরা। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি দাবি করেছেন, বিজেপি নেতৃত্বকে খুশি করে নিজের মেয়াদ বাড়ানোর চেষ্টা করছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।

মঙ্গলবার বিশ্ববিখ্যাত সার্ন প্রোজেক্টের অন্যতম বিজ্ঞানী মানস মাইতির এক আবেদনে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর পর্যবেক্ষণে বলেন, ‘অবিলম্বে বিশ্বভারতীর উপাচার্যকে অপসারণ করা উচিত।’ সঙ্গে অধ্যাপক মাইতিকে ১ সপ্তাহের মধ্যে সার্ন প্রোজেক্টে পুনর্নিয়োগের নির্দেশ দিয়েছেন তিনি।

এর পরই সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট করেন অনুপম হাজরা। সেখানে তিনি লেখেন, জাস্টিস গাঙ্গুলির মতো মানুষও প্রকাশ্যে বলছেন বিশ্বভারতীর উপাচার্যকে অবিলম্বে সরানো উচিত। এদিকে উপাচার্য পৌষ মেলা, বসন্ত উৎসব বন্ধ করে দিল্লিতে অতি বিজেপি সেজে নিজের মেয়াদ বাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বলে রাখি, বিদ্যুৎ চক্রবর্তী উপাচার্যের দায়িত্বে আসার পর থেকে বিশ্বভারতী বিশ্ববিদ্যায়ের অন্দরে ও বাইরে নানা বিক্ষোভ দেখা দিয়েছে। রাজ্য সরকারের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক তলানিতে ঠেকেছে। অমর্ত্য সেনের মতো নোবেল সম্মান প্রাপককে জমি দখলে অভিযুক্ত হতে হয়েছে। এমনকী ছাত্র ও অধ্যাপকদের সংখ্যাগরিষ্ঠ অংশ উপাচার্যের বিরুদ্ধে ক্ষুব্ধ। পৌষ মেলা বন্ধ হয়ে যাওয়ায় এলাকার অর্থনীতি খানিকটা ধাক্কা খেয়েছে। বসন্ত উৎসব বন্ধ হয়ে যাওয়ায় মন খারাপ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও প্রাক্তনীদের। তারই মধ্যে আদালতের এই মন্তব্য নিয়ে এখনো মুখ খোলেননি উপাচার্য। ওদিকে আদালতের পরামর্শ কেন্দ্র মানে কি না সেদিকেও নজর রয়েছে সবার।