এক দফা দাবিতে বিএনপির সমাবেশ চলছে

সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে এক দফা দাবি আদায়ে বিএনপির জনসমাবেশ চলছে।

বুধবার (১৮ অক্টোবর) নয়াপল্টনে দুপুর ২টায় দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি।   

সমাবেশে প্রধান অতিথি হিসেবে আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।

এর আগে, সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীরা জড় হতে থাকেন। দুপুরের আগেই নয়াপল্টন ও এর আশপাশের এলাকা নেতাকর্মীতে পূর্ণ হয়ে যায়। এ সময় তারা সরকারবিরোধী ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন।

বিএনপির সমাবেশ ঘুরে দেখা যায়, নয়াপল্টন থেকে কাকরাইল মোড় পর্যন্ত রাস্তার উভয়পাশে নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার-ফেস্টুনসহ অবস্থান নিয়েছেন। সমাবেশের মঞ্চের সামনে গায়ে গা ঘেঁষে বসে আছেন ঢাকার বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতারাকর্মীরা। এর পরে ধাপে ধাপে ঢাকার আশপাশ জেলার নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।নেতাকর্মীদের সঙ্গে কথা বললে তারা জানান, নির্বাচন ঘনিয়ে আসায় এখন বিএনপির কর্মীরা সমস্ত শক্তি প্রয়োগ করে আন্দোলনকে আরও বেশি বেগবান করতে চাচ্ছেন। কোনোভাবেই আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন হতে দেওয়া যাবে না। কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে কঠিন কর্মসূচি প্রত্যাশা করছেন বলেও জানান বিএনপির মাঠ পর্যায়ের কর্মীরা।

এদিকে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে আছেন।