পাঁচ ঘণ্টা জেরার মুখোমুখি হয়ে সিবিআই দফতর থেকে বেরোলেন গৌতম পাল

আদালতের নির্দেশে সিবিআই দফতরে হাজিরার দিতে হয়েছিল বুধবার সন্ধ্যায়। তার পর টানা ৫ ঘণ্টা জেরার পর রাত ১১টা নাগাদ নিজ়াম প্যালেস থেকে বেরোলেন প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি গৌতম পাল। বেরিয়ে সাংবাদিকদের বললেন, সিবিআই যা জানতে চেয়েছিলেন আমি জানিয়েছি।

প্রাথমিকে OMR শিট নষ্টের মামলায় বুধবার আদালতে এক রিপোর্ট পেশ করে সিবিআই। সেই রিপোর্ট খতিয়ে দেখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন, ফেরবদল করা যায় এমন কপিকে কেন এতদিন ডিজিটাল কপি বলে দাবি করছিল পর্যদ? এব্যাপারে পর্ষদ সভাপতিকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেন তিনি। বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে গৌতম পালকে নিজ়াম প্যালেসে হাজির হতে নির্দেশ দেন তিনি। একই সঙ্গে পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকারকে জেরা করতে নির্দেশ দেয় আদালত।

আদালতের নির্দেশে নির্ধারিত সময়ের কয়েক মিনিট আগে হাজির হন গৌতমবাবু ও পার্থবাবু। সিবিআই দফতরে ঢোকার সময় কোনও মন্তব্য করেননি পর্ষদ সভাপতি। প্রায় ৫ ঘণ্টা জেরার পর রাত ১১টা নাগাদ নিজ়াম প্যালেস থেকে বেরোন তিনি। সাংবাদিকদের তিনি বলেন, মহামান্য কলতাতা হাইকোর্টের নির্দেশে আমি হাজিরা দিয়েছি। তদন্তকারীরা যে প্রশ্ন করেছেন আমি তার উত্তর দিয়েছি।