পুজো মিটলেই প্রাথমিকে ৫৮০০০ শূন্যপদের প্যানেল প্রকাশের নির্দেশ কলকাতা হাইকোর্টের

পুজোর মুখে আদালতের নির্দেশে কাটল প্রাথমিকে নিয়োগে যাবতীয় বাধা। যার ফলে চাকরি পাওয়ার পথ আরও সুগম হল রাজ্যের হাজার হাজার যুবক যুবতীর। এদিন প্রাথমিকের প্যানেল প্রকাশের নির্দেশের বিরোধিতায় পর্ষদের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

২০১৬ ও ২০২০ সালের নিয়োগপ্রক্রিয়ার প্যানেল প্রকাশের সঙ্গে সঙ্গে বেআইনিভাবে নিযুক্ত যে ৯৮ জন প্রাথমিক শিক্ষক নিজেদের যোগ্যতার প্রমাণে আদালতে নথি জমা দিতে পারেননি তাদের জায়গাতেও নতুন নিয়োগ করতে হবে বলে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল প্রাথমিক শিক্ষা সংসদ। বুধবার সেই মামলার রায় দিয়ে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সিঙ্গল বেঞ্চের রায় অপরিবর্তিত থাকবে। এই বলে পর্ষদের আবেদন খারিজ করে দেন তিনি। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ৯৮ জন অযোগ্য প্রার্থীর জায়গায় নতুন নিয়োগ করতেই হবে পর্ষদকে। কোন প্রক্রিয়ায় কী ভাবে কাদের সেই পদে নিয়োগ করা হবে তা জানাবেন বিচারপতি সিনহা। একই সঙ্গে ২০১৬ ও ২০২০ সালের ৫৮০০০ শূন্যপদে নিয়োগের জন্য ৩ নভেম্বরের মধ্যে বিস্তারিত প্যানেল প্রকাশের নির্দেশ দিল পর্ষদকে।

আদালতের এই নির্দেশের ফলে পুজোর মুখে রাজ্যের হাজার হাজার বেকার যুবক – যুবতীর চাকরি পাওয়ার পথ অনেকটা পরিষ্কার হল বলে মনে করা হচ্ছে।