বাংলাদেশের বিপক্ষে উইনিং কম্বিনেশন ভাঙবে না ভারত

বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে অপ্রতিরোধ্য হয়ে ছুটছে ভারত। স্বাগতিক হওয়ায় শিরোপা প্রত্যাশী হিসেবে বেশ জোরালোভাবেই নিজেদের উপস্থিতির জানান দিচ্ছে তারা। পয়েন্ট তালিকায় ৩ ম্যাচে ৩ জয়ে শীর্ষে থাকা নিউজিল্যান্ডের পর অবস্থান তাদের। সেই দলটা কাল বাংলাদেশের বিপক্ষে উইনিং কম্বিনেশন ভাঙবে এমনটা কষ্টকল্পনা। ভারতের বোলিং কোচ পরশ মামব্রেও ইঙ্গিত দিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে একাদশে কোনও পরিবর্তন আনছে না ভারত।

এবারের আসরে ভারতের পাশাপাশি এখন পর্যন্ত নিউজিল্যান্ড একটি ম্যাচও হারেনি। শুরুতে স্বাগতিকরা হারিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। তার পর আফগানিস্তান, পাকিস্তান। যার সবগুলোতেই আবার পরে ব্যাট করে জিতেছে। বাংলাদেশের বিপক্ষে একাদশ নিয়ে প্রশ্ন উঠতেই ভারতের বোলিং কোচ বলেছেন, ‘শুরুর ছন্দটা ধরে রাখা প্রয়োজন। এখন পর্যন্ত রোটেশন কিংবা পরিবর্তনের কোনও আলোচনাই হয়নি। আমরা কালকের ম্যাচেও একই মোমেন্টাম ধরে রাখতে চাই।’

বিশ্বকাপের আগে তিন ম্যাচের সিরিজে অজিদের বিপক্ষে সূর্যকুমার ও সামি ভালো নৈপুণ্যে দেখিয়েছিলেন। তার পরেও বিশ্বকাপে এখনও খেলার সুযোগ হয়নি তাদের। সামির জায়গা নিয়েছেন পেসার মোহাম্মদ সিরাজ। নতুন বলে জসপ্রীত বুমরার সঙ্গী হিসেবে বেছে নেওয়া হয়েছে তাকে। মিডল অর্ডারে শ্রেয়াস আইয়ার ও উইকেটকিপার ব্যাটার লোকেশ রাহুল আছেন। আর অলরাউন্ডার হিসেবে আছেন হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা। এতই প্রতিদ্বন্দ্বিতা চলছে যে, অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনকেও জায়গা পেতে অপেক্ষায় থাকতে হচ্ছে। বিশ্বকাপে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষেই খেলার সুযোগ পেয়েছেন তিনি। মামব্রের এক্ষেত্রে যুক্তি, ‘সত্যি করে ব্যাপারটা এভাবে আমাদের জন্যও সহজ হচ্ছে না। সামির সঙ্গেও কথা হয়েছে। তবে আমাদের পক্ষ থেকে বার্তাটা পরিষ্কার। উইকেট দেখে যে দলটা সেরা, আমরা সেটাই বেছে নেই।’