‘‌বিজেপি নেতারা দুর্গাপুজো উদ্বোধন করতে ডেইলি প্যাসেঞ্জারি করছে’‌, তোপ অভিষেকের

একশো দিনের বকেয়া টাকা নিয়ে আন্দোলন করতে দেখা গিয়েছিল তাঁকে। তাতে চাপে পড়েছিল কেন্দ্রীয় সরকার। খোদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে কলকাতায় ছুটে আসতে হয়েছিল। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নয়াদিল্লি ছুটে যেতে হয়েছিল। এখন আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডাকে কলকাতায় আসতে হচ্ছে দুর্গাপুজো উদ্বোধন এবং অংশগ্রহণ করতে। কেন্দ্রের কাছে বকেয়া টাকা আদায়ের দাবির আন্দোলন থেকে পিছু হঠছেন না অভিষেক। বিজেপি নেতাদের এই আসাকেই ডেইলি প্যাসেঞ্জারি বলে তোপ দেগেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এদিকে অক্টোবর মাসের শুরুর দিকেই ১০০ দিনের কাজের বকেয়া টাকা আদায়ের দাবিতে নয়াদিল্লিতে বিক্ষোভ কর্মসূচি করেছিল তৃণমূল কংগ্রেস। নেতৃত্বে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরে কলকাতায় ফিরে এসে রাজভবনের সামনে মঞ্চ বেঁধে অবস্থানে সামিল হয়েছিলেন তিনি। অবশেষে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে তাঁর হাতে তুলে দেওয়া হয় ‘বঞ্চিতদের’ চিঠি। সম্প্রতি রাজ্যপাল কেন্দ্রকে চিঠি লিখে এই একশো দিনের বকেয়া টাকা ছাড়তে অনুরোধ করেছেন বলে সূত্রের খবর। কিন্তু আজ, বুধবার বজবজের বস্ত্রদান অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, ‘৬ মাসের মধ্যে টাকা আদায় করব। না হলে বাংলার সরকার আপনাদের টাকা দেবে। দীপাবলির পর রাজনৈতিক লড়াই শুরু হবে।’

এখন বিজেপি নেতারা আসে কলকাতায় দুর্গাপুজোতে যোগ দিচ্ছেন। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কলকাতায় এসে দুর্গাপুজো উদ্বোধন করা নিয়েও তীব্র কটাক্ষ করেন অভিষেক। এই বিষয়ে ডায়মন্ডহারবারের সাংসদ বলেন, ‘যে দুর্গাপুজো নিয়ে বিজেপি বলেছিল বাংলায় দুর্গাপুজো হয় না। তাদেরকেই বাংলায় সুড়সুড় করে এসে দুর্গাপুজো উদ্বোধন করতে হচ্ছে। ডেইলি প্যাসেঞ্জারি করছে।’ অমিত শাহ চলে যেতেই এবার জেপি নড্ডার আসার পালা। তাই এটাকে ডেইলি প্যাসেঞ্জারি বলে তোপ দেগেছেন অভিষেক।

আরও পড়ুন:‌ ইন্ডিয়ান কফি হাউসের শাখা খুলছে দিঘায়, পর্যটক টানতে সেজে উঠেছে অমরাবতী

অন্যদিকে আজ ইডি–সিবিআইয়ের প্রশ্নে বিজেপিকে তুলোধনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের কথায়, ‘যে পাশে থাকবে তাকেই বলে দিন। অনেক চেষ্টা হচ্ছে বাংলাকে ভাতে মারার। তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখতে পারেনি। গায়ের জোরে মোদী সরকার আপনাদের টাকা আটকে রেখেছে। মানুষ যাদের সঙ্গে থাকে তাদের অশুভ শক্তি হারাতে পারে না। অন্য যে রাজনৈতিক দল আমাদের সঙ্গে লড়াই করছে তাদের কাছে সব আছে, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স। আমাদের সঙ্গে শুধু মানুষ আছে।’