Biden on Gaza Hospital Blast: গাজার হাসপাতালে বিস্ফোরণ নিয়ে অত্যন্ত বিরক্ত বাইডেন, সুরক্ষা টিমকে বড় নির্দেশ

কুণাল গৌরব

গাজার হাসপাতালে রকেট হানা। এর দায় কার তা নিয়ে টানাপোড়েন চলছে। তবে তার মধ্য়ে গোটা ঘটনা নিয়ে রীতিমতো বিরক্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার তিনি এনিয়ে রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছেন।

গাজা শহরের ওই হাসপাতালে রকেট হানায় অন্তত ৫০০জনের মৃত্যু হয়েছে। বাইডেন এবার তাঁর জাতীয় নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন, এই বিস্ফোরণে ঘটনাটি ঠিক কী হয়েছে তা নিয়ে তথ্য জোগাড় করতে হবে। প্রেসিডেন্ট বাইডেন তাঁর বিবৃতিতে জানিয়েছেন, আল আহলি আরব হাসাপাতালে বিস্ফোরণের ঘটনায় আমি প্রচন্ড বিরক্ত ও কষ্ট পেয়েছি। যেভাবে প্রাণহানি হয়েছে তা আমি দুঃখিত। এই খবর শোনার পরেই আমি জর্ডনের রাজা আবদুল্লাহ ২, ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছি। ঠিক কী হয়েছে সেব্যাপারে তথ্য সংগ্রহের জন্য আমি ন্য়াশানাল সিকিউরিটি টিমকে নির্দেশ দিয়েছি।

এদিকে ইজরায়েল ইতিমধ্য়েই দাবি করেছে এই হামলার পেছনে প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে। তাদের রকেট মিস ফায়ার হয়ে যায়। আর সেটাই গিয়ে পড়ে হাসপাতালে।

এদিকে ইজরায়েলের দাবি, শত্রুর রকেট আমাদের দিকে তাক করা হয়েছিল। সেটাই লক্ষ্যভ্রষ্ট হয়ে হাসপাতালে গিয়ে পড়ে। ইসলামিক জেহাদ গোষ্ঠীর বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে। তবে ইসলামিক জেহাদ গোষ্ঠী গোটা বিষয়টি মানতে চায়নি। তাদের দাবি, গাজাতে তাদের কোনও কার্যক্রম এই সময়ে নেই।

এদিকে ইজরায়েলে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। তার আগে এই ঘটনার জেরে যুদ্ধ পরিস্থিতি একেবারে অন্যদিকে মোড় নিচ্ছে। তবে বাইডেন জানিয়েছেন, সিভিলিয়ানদের জীবন রক্ষার ব্যাপারে আমরা বার বার বলছি, এই মর্মান্তিক ঘটনায় যে রোগী, মেডিক্যাল স্টাফ ও নির্দোষ সাধারণ মানুষের মৃত্যু হয়েছে তাতে আমরা অত্যন্ত ব্যথিত।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, অন্তত ৫০০ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। ইজরায়েলের মিলিটারি মুখপাত্রের দাবি, মিলিটারি ড্রোনের ছবি দেখাচ্ছে যে হাসপাতালের পার্কিং লটে আঘাত লেগেছে। এত মৃত্যু নিয়ে সন্দেহ রয়েছে। এমনকী মৃত্যুর সংখ্য়া নিয়ে তিনি জানিয়েছেন, কতজন মারা গিয়েছেন তা পরিষ্কার নয়। এটা যাচাই করা যায়নি।