ICC World Cup 2023: Rohit Sharma Back In Top 10, Gill Stays At Second Place In Latest ICC Rankings

দুবাই: আইসিসি ওয়ান ডে ক্রমতালিকায় (ICC ODI Ranking) ফের প্রথম দশে ঢুকে পড়লেন রোহিত শর্মা (Rohit Sharma)। ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup 2023) চলছে এই মুহূর্তে। সেখানে আফগানিস্তানের (Afganistan) বিরুদ্ধে শতরান হাঁকিয়েছিলেন হিটম্যান। বিশ্বকাপের (ODI World Cup) ইতিহাসে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরান হাঁকিয়েছিলেন রোহিত (Rohit Sharma)। এরপরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৮৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। যার পুরস্কার স্বরূপ রোহিত এবার আইসিসি ওয়ান ডে ক্রমতালিকায় ফের প্রথম দশে ঢুকে পড়লেন ব্যাটারদের তালিকায়। রোহিত আফগানিস্তানের বিরুদ্ধে ১৩১ রানের ইনিংস খেলেছিলেন। আইসিসির সদ্য প্রকাশিত ওয়ান ডে ক্রমতালিকায় ব্যাটারদের তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছেন ভারত অধিনায়ক। পাঁচ ধাপ এগিয়েছেন তিনি। 

অন্যদিকে চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত একটি মাত্র ম্যাচে খেলেছেন শুভমন গিল (Subhman Gill)। শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নেমেছিলেন তিনি। কিন্তু চলতি বছরে দুর্দান্ত ধারাবাহিক ফর্মে থাকার সুবাদে ওয়ান ডে ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ডানহাতি ভারতীয় ওপেনার। 

এদিকে প্রোটিয়া তারকা উইকেট কিপার ব্যাটার কুইন্টন ডি ককও এগিয়েছেন ক্রমতালিকায়। ভ্য়ান ডার ডুসেনের পরেই রয়েছেন ডি কক। ইংল্যান্ডের বিরুদ্ধে ৮০ রানের ইনিংস খেলার সুবাদে রহমনউল্লাহ গুরবাজ ১৯ ধাপ এগিয়ে গিয়েছেন ব্যাটারদের তালিকায়। তিনি ১৮ নম্বর ধাপে রয়েছেন। নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস ১৬ ধাপ এগিয়ে ২৭ নম্বর পজিশনে উঠে এসেছেন। ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তিনি মোট ৮৩৬ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছেন ইতিমধ্যেই।

উল্লেখ্য, কিছুদিন আগেই রোহিতের প্রশংসা শোনা গিয়েছিল বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিংয়ের গলায়। এক সাক্ষাৎকারে রিকি পন্টিং বলেন, ”রোহিত অলস চরিত্রের ক্রিকেটার। ব্যাটিংয়ের ধরণটাও সেই ধরণের। ও অনফিল্ড ও অফফিল্ড সবক্ষেত্রেই এই একই চরিত্রের। এভাবেই নিজেকে ক্রিকেটের মাঠে গড়ে তুলেছে ও। সাফল্যও পেয়েছে।” আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে পন্টিং আরও বলেন, ”বিরাটের মত ক্রিকেটার যেমন ভীষণভাবে মাঠে সক্রিয় থাকে। সবসময় আগ্রাসন চোখে পড়ে। সমর্থকদের নিয়ে মাঠে খেলতে নামে। সমর্থকদের প্রতিটা পদক্ষেপে বিরাটের সঙ্গে থাকে। তবে এখানেই রোহিত একেবারে চুপচাপ শান্ত থাকার চেষ্টা করে। দারুণভাবে দলের প্লেয়ারদের নিয়ে চলতে পারে। আমি মনে করি ভারতীয় দলের জন্য এই মুহূর্তে নেতৃত্ব দেওয়ার একেবারে যোগ্য ব্যক্তি রোহিত শর্মা।”