Rahul Gandhi: আদানির সঙ্গে শরদ পাওয়ারের মিটিং নিয়ে কী বলবেন? প্রশ্ন শুনে নয়া সাফাই রাহুলের

পৌলমী ঘোষ

আদানির সঙ্গে মিটিং করা নিয়ে এনসিপি চিফ শরদ পাওয়ারকে আমি কোনও প্রশ্ন করিনি। সাফ জানিয়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, শরদ পাওয়ারজী তো ভারতের প্রধানমন্ত্রী নন। একটি সাংবাদিক বৈঠকে এনিয়ে জানিয়ে দেন রাহুল। পাশাপাশি প্রধানমন্ত্রী আদানিকে সুরক্ষা দিচ্ছেন বলেও মন্তব্য করেন রাহুল গান্ধী। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন তুলে ধরেন রাহুল। তাঁর দাবি, আদানি ইন্দোনেশিয়া থেকে কয়লা কেনেন। আর ভারতে সেটা যখন আসে তখন সেটা একেবারে ডবল হয়ে যায়।

কিন্তু শরদ পাওয়ারের সঙ্গে আদানির বৈঠক নিয়ে ব্য়াখা দিয়েছেন রাহুল গান্ধী।

সেই প্রশ্নের উত্তরে রাহুল বলেন, আমি শরদ পাওয়ারকে এনিয়ে প্রশ্ন করিনি। শরদ পাওয়ার ভারতের প্রধানমন্ত্রী নন। শরদ পাওয়ার আদানিকে সুরক্ষা দিচ্ছেন না। মিস্টার মোদী এটা করছেন। আমি সেকারণে মোদীকে প্রশ্ন করছি। এটা শরদ পাওয়ারকে নয়। যদি শরদ পাওয়ার প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন আর আদানিকে সুরক্ষা দেন তবে শরদ পাওয়ারকেই প্রশ্ন করতাম।

আসলে শরদ পাওয়ার সম্প্রতি গুজরাটের একটা প্লান্টের উদ্বোধনে এসে আদানির সঙ্গে মিটিং করেন বলে খবর। এদিকে এনসিপি ইন্ডিয়া জোটে রয়েছে। আর সেই ইন্ডিয়া জোটের নেতা রাহুল গান্ধী বার বার দাবি করছে আদানির বিরুদ্ধে তদন্ত করতে হবে। সেই আদানির সঙ্গে দেখা করলেন শরদ পাওয়ার। সেক্ষেত্রে নতুন করে এনিয়ে জল্পনা ছড়িয়েছিল।

এরপরই প্রশ্ন ওঠে শরদ পাওয়ারকে কি এনিয়ে প্রশ্ন করেছিলেন রাহুল গান্ধী? তবে রাহুল গান্ধী জানিয়েছেন, আমি শরদ পাওয়ারকে এনিয়ে প্রশ্ন করিনি। শরদ পাওয়ার ভারতের প্রধানমন্ত্রী নন। শরদ পাওয়ার আদানিকে সুরক্ষা দিচ্ছেন না। মিস্টার মোদী এটা করছেন। আমি সেকারণে মোদীকে প্রশ্ন করছি।

তবে শরদ পাওয়ারের সঙ্গে আদানির বৈঠক নিয়ে ইতিমধ্য়েই নানা কথা উঠতে শুরু করেছে। তবে এবার বেশ হালকা চালে বিষয়টা খেললেন রাহুল গান্ধী। তাঁর মতে শরদ পাওয়ার প্রধানমন্ত্রী নন। তিনি প্রধানমন্ত্রীকে এনিয়ে প্রশ্ন করছেন। তবে সাধারণ মানুষের প্রশ্ন, ইন্ডিয়া জোটের নেতা যদি আদানির সঙ্গে বৈঠক করেন তবে সেই নেতার প্রতি সাধারণ মানুষের বিশ্বাস কতটা থাকবে তা নিয়েও প্রশ্ন উঠছে।