Rahul in Adani Issue: আপনি পাখার সুইচ দিলেই আদানির পকেটে টাকা চলে যায়, তোপ দাগলেন রাহুল

আদানি ইস্যু নিয়ে এবার মুখ খুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, আমাদের কাছে প্রমাণ আছে। এবার তো ভারতবাসীর পকেট থেকে চুরি করছে। যখন গরিব মানুষ পাখা চালাচ্ছেন, টিউব লাইট জ্বালাচ্ছেন তখন মনে করবেন যখন সুইচ দেন তখনই আদানির পকেটে পয়সা চলে যায়। আর আদানির রক্ষা কে করছেন? ভারতের প্রধানমন্ত্রী। মনে রাখবেন, হিন্দুস্তানে যুবকরা মনে রাখবেন, যখনই আপনারা পাখা, বাল্ব বিদ্যুতের পাম্পের সুইচ দেবেন তখনই আদানির পকেটে পয়সা যায়। আর তার রক্ষা কর্তা হলেন প্রধানমন্ত্রী। ৩২ হাজার কোটি টাকা তো আমরা দেখিয়ে দিয়েছি। জানি না আরও কত আছে। আমরা ব্যাপারটা দেখব। এই মশলা মিডিয়া তুলেছে। বিভিন্ন দেশে এনিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু ভারতে কিছু হয় না। ভারতে পুরো ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে আদানিকে। যা ওরা চায়, বিদ্যুৎ, বন্দর, কৃষি, বিমানবন্দর যা চায় সব করতে পারে। কোনও তদন্ত এখানে হয় না। ৩২ হাজার কোটি টাকা এটা মনে রাখবেন। এখানে পুরো প্রমাণ রয়েছে। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয় না। দাবি রাহুলের।

একদিকে আদানির বিরুদ্ধে সুর চড়াচ্ছেন তৃণমূল এমপি মহুয়া মৈত্র। তেমনি ফের আদানি নিয়ে সরব রাহুল। তাঁর দাবি যখনই আপনারা পাখা, বাল্ব বিদ্যুতের পাম্পের সুইচ দেবেন তখনই আদানির পকেটে পয়সা যায়। আর তার রক্ষা কর্তা হলেন প্রধানমন্ত্রী। ৩২ হাজার কোটি টাকা তো আমরা দেখিয়ে দিয়েছি। জানি না আরও কত আছে।

সামনেই একাধিক রাজ্যে ভোট। তারপর বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার মধ্য়েই সামনে এল আদানিকে নিশানা করে রাহুল গান্ধীর তোপ। তবে এবারই প্রথম নয়, এর আগেও তিনি আদানি ইস্যুতে মুখ খুলেছিলেন।

এর আগে রাহুল বলেছিলেন. নিজেদের শেয়ারের দাম বেশি করে দেখানোর জন্য কেন প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ ওই ভদ্রলোককে এত বিলিয়ন ডলার সরানোর অনুমতি দেওয়া হল? ভারতের বিমানবন্দর ও জলবন্দরগুলিকে এভাবে দখল করার অনুমতি দেওয়া হচ্ছে? এনিয়ে কেন কোনও তদন্ত হচ্ছে না? কমপক্ষে একটা যৌথ সংসদীয় কমিটিকে অনুমতি দেওয়া হোক। এনিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করা খুব দরকার।

রাহুল জানিয়েছিলেন, আমি কিছুতেই বুঝতে পারছি না প্রধানমন্ত্রী কেন তদন্তের ব্যাপারে চাপ দিচ্ছেন না? তিনি কেন এরকম শান্ত হয়ে রয়েছেন। তিনি কেন বলছেন না যে নিশ্চিতভাবে তদন্ত হবে? ভারতের প্রধানমন্ত্রীকে ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। ইডি আর সিবিআই কেন আদানি কেলেঙ্কারির তদন্তে নামছে না?