জানি না তামিমের অভাববোধ করছি কিনা: হাথুরুসিংহে

নাটকীয় সব ঘটনার পর তামিম ইকবালকে ছাড়া বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ। কিন্তু তার বদলে যে তানজিম তামিমকে ওপেনিংয়ে নেওয়া, তিনি মোটেও প্রত্যাশা পূরণ করতে পারছেন না। তিন ম্যাচে তার সংগ্রহ মাত্র ২২! তাছাড়া ওপেনিংও সেভাবে জ্বলে উঠছে না। এই অবস্থায় তামিমের অভাববোধ করছেন কিনা তা জানতে চাইলে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ম্যাচের আগের দিন বলেছেন বলেছেন, ‘তামিম এখানে নেই। ফলে উত্তরটা দিতে পারছি না আমরা তার অভাব বোধ করছি কিনা। দুর্ভাগ্যবশত দল নির্বাচনের সময় সে পুরোপুরি প্রস্তুত ছিল না।’

তবে খেলোয়াড় হিসেবে তামিমের রেকর্ডের প্রশংসা করেছেন হাথুরুসিংহে, ‘অবশ্যই খেলোয়াড় হিসেবে তার রেকর্ড ভালো। তবে আমি জানি না তার অভাববোধ করছি কিনা। আমাদের খেলোয়াড় আছে যাদের ওপর আস্থা রাখা যায়।’

বিশ্বকাপে স্বাগতিক দল ভারত। ২০১১ বিশ্বকাপের পর তৃতীয়বারের মতো শিরোপা জিততে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে তারা। সেজন্য ব্যাট হাতে প্রতিপক্ষের ওপর ভীষণভাবে চড়াও হচ্ছে। বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে মনে করেন, এই ভয়ডরহীন ক্রিকেটেই প্রতিপক্ষের ওপর ত্রাস ছড়াচ্ছে রোহিত শর্মার দল।

হাথুরুসিংহের মতে, আজ ভারতকে চ্যালেঞ্জ জানাতে হলে বারুদ ঠাসা ব্যাটিং প্রয়োজন বাংলাদেশের, ‘এখন পর্যন্ত যে কয়টি উইকেটে খেলেছি, তার মধ্যে এটি সেরা ব্যাটিং উইকেট। প্রস্তুতি ম্যাচেও উইকেটও প্রায় একই রকম ছিল। আমরা এখনও ব্যাট-বলে পরিপূর্ণ পারফরম্যান্স উপহার দিতে পারিনি। আমরা সেরকম কিছুই প্রত্যাশা করছি।’