সুজয়কৃষ্ণকে কেন্দ্রীয় হাসপাতালে স্থানান্তরের তোড়জোড়, ফের SSKMএ EDর আধিকারিকরা

নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার সুজয়কৃষ্ণ ভদ্রের অসুস্থতা নিয়ে এবার SSKM হাসপাতালের সুপারের বয়ান রেকর্ড করল ইডি। বুধবার হাসপাতালে গিয়ে সুপারের বয়ান রেকর্ড করেন তদন্তকারীরা। বেসরকারি হাসপাতাল ছুটি দিয়ে দেওয়ার পর সুজয়কৃষ্ণের ৩ মাস ধরে কী চিকিৎসা চলছে তা জানতে চান গোয়েন্দারা।

গত ৩০ মে গ্রেফতার হয়েছিলেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। বিতর্কিত সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের এই আধিকারিককে ইডি হেফাজতের মেয়াদ শেষে জেলে পাঠায় আদালত। জেল হেফাজতে থাকালীন সুজয়কৃষ্ণের পত্নীবিয়োগ হয়। স্ত্রীর পারলৌকিক ক্রিয়ায় অংশগ্রহণ করতে তাঁকে প্যারোলে মুক্তি দেয় আদালত। প্যারোলের মেয়াদ শেষে হাসপাতালে ফিরেই বুকে ব্যথা অনুভব করেন তিনি। এর পর আদালতের অনুমতি নিয়ে গত অগাস্টে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর বাইপাস সার্জারি হয়। এর পর বেসরকারি হাসপাতাল থেকে সুজয়কৃষ্ণকে ভর্তি করানো হয় SSKM হাসপাতালে। সেই থেকে SSKM হাসপাতালেই রয়েছেন সুজয়কৃষ্ণ।

মঙ্গলবার তাঁকে দেখতে SSKM হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করেন ইডির ৩ আধিকারিক। সুজয়কৃষ্ণের সঙ্গে কথাও বলেন। এর পর বুধবার সুজয়কৃষ্ণের চিকিৎসার ব্যাপারে বিস্তারিত জানতে হাসপাতালের সুপারের সঙ্গে দেখা করেন তাঁরা। মাসের পর মাস সুজয়কৃষ্ণের কী চিকিৎসা চলছে তা জানতে চান তাঁরা।

ইডি সূত্রের খবর, কণ্ঠস্বরের নমুনা দেওয়ার প্রক্রিয়া এড়ানোর জন্য হাসপাতালে পড়ে রয়েছেন সুজয়কৃষ্ণ। আর এই কাজে তাঁকে সাহায্য করছে রাজ্য সরকার। সুজয়কৃষ্ণের সমস্ত মেডিক্যাল রিপোর্ট সংগ্রহ করেছে ইডি। সেই রিপোর্ট নিজেদের ডাক্তারদের দেখাবেন আধিকারিকরা। রিপোর্ট দেখে ডাক্তারবাবুরা সুজয়কৃষ্ণের ভর্তি থাকা প্রয়োজন বলে পরামর্শ দিলে তাঁকে কেন্দ্রীয় সরকার পরিচালিত কোনও হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।