ODI World Cup 2023 Mushfiqur Rahim Claims Virat Kohli Always Sledges Him Ahead Of IND Vs BAN Match

পুণে: বিরাট কোহলি (Virat Kohli), মতান্তরে বর্তমান বিশ্বের সেরা। তিনি যেমন ব্যাট হাতে ২২ গজ শাসন করেন, তেমনি বাক্য ব্যয় করতেও কুণ্ঠা করেন না। বাংলাদেশ ম্যাচেও (IND vs BAN) স্বাভাবিকভাবেই ‘কিং কোহলি’র উপর সকলেরই নজর থাকবে। এই ম্যাচের আগেই কোহলির প্রসঙ্গে কথা বলতে গিয়ে তাঁর স্লেজিংয়ের প্রসঙ্গটি টেনে আনেন বাংলাদেশের তারকা ব্যাটার মুশফিকুর রহিম (Mushfiqur Rahim)।

মুশফিকুর জানান মাঠে কোহলি কিন্তু সবসময়ই তাঁকে স্লেজ করার চেষ্টা করেন। তবে তিনি ঘুরিয়ে কোহলিকে স্লেজ করার চেষ্টা করেন না, কারণ তাঁর মতে ভারতীয় তারকা ব্যাটারকে স্লেজ করলে তিনি আরও ক্ষিপ্র হয়ে উঠেন। মুশফিকুর বলেন, ‘কিছু কিছু ব্যাটার রয়েছে, যারা স্লেজিং করার পর আরও দৃঢ় মানসিকতা নিয়ে ব্যাট করে। ও সেইরকমই একজন। ওকে স্লেজিং করলে আরও দৃঢ় মনস্ক হয়ে ব্যাটিং করে। তাই আমি কখনই এমনটা করি না। বরং সারাক্ষণ আমাদের বোলারদেরকে ওকে দ্রুত সাজঘরে ফেরাতে বলি। তবে ও কিন্তু আমি মাঠে নামলেই স্লেজিং শুরু করে দেয়। সব ম্যাচই জিততে বদ্ধপরিকর হয়ে মাঠে নামে ও এবং ওর লড়াকু মানসিকতার জন্যই এমনটা করে থাকে। ওর সঙ্গে এই লড়াইটা সত্যি বলতে আমি বেশ উপভোগই করি।’

চলতি বিশ্বকাপেও কিন্তু কোহলিকে ব্যাট ও আচরণ, উভয়দিক থেকেই নিজের স্বাভাবিক ছন্দে দেখা গিয়েছে। পাকিস্তান ম্যাচে তাঁকে মহম্মদ রিজওয়ানকে অদৃশ্য ঘড়ির দিকে ঈশারা করতে দেখা যায়। ব্যাট হাতে ইতিমধ্যেই তিন ম্যাচে ৭৮ গড়ে ১৫৬ রান করে ফেলেছেন কোহলি। দুইটি অর্ধশতরানও রয়েছে তাঁর ঝুলিতে। ম্যাচের আগে কিন্তু কোহলিকেই অকপটে বিশ্বের সেরা ব্য়াটারের তকমা দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান।

ভারতের বিরুদ্ধে নামার আগে শাকিব মনে করিয়ে দিচ্ছেন তাঁর বোলারদের যে বিরাট কোহলির উইকেট কতটা গুরুত্বপূর্ণ। এক সাক্ষাৎকারে শাকিব বলেন, ‘বিরাট একজন স্পেশাল ব্যাটার। সম্ভবত আধুনিক ক্রিকেটের বর্তমান সময়ে বিশ্বের সেরা ব্যাটার। আমি খুব ভাগ্যবান যে ওকে পাঁচবার আউট করতে পেরেছি আমি। আশা করি আগামীতেও তা বজায় থাকবে।’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: কাল ভারত-বাংলাদেশ দ্বৈরথ, কেমন হতে পারে ২ দলের প্রথম একাদশ?