Online Game: অনলাইন গেমে দেড় কোটি জিতেছিলেন পুলিশ আধিকারিক, এবার হলেন সাসপেন্ড, কেন?

পুলিশের এক সাব ইনসপেক্টর অনলাইনে গেম খেলে কার্যত ১.৫ কোটি টাকা জিতেছিলেন। পুনের একটা থানায় কর্মরত ছিলেন তিনি। তাঁকে এবার সাসপেন্ড করা হল বলে খবর। ফ্যান্টাসি স্পোর্টস গেমিং প্লাটফর্মে তিনি গেম খেলতেন বলে অভিযোগ।

ওই এসআইয়ের নাম সোমনাথ জেন্দে। তিনি বিভাগীয় অনুমতি ছাড়াই এসব করতেন। আর পুরস্কার জেতার পরে তিনি রীতিমতো পুলিশের ইউনিফর্ম পরেই একেবারে বুক বাজিয়ে বলেছিলেন পুরস্কার প্রাপ্তির কথা। তবে পদস্থ পুলিশ কর্তাদের দাবি, এসব করে তিনি পুলিশ বিভাগের মান ডুবিয়েছেন।

এদিকে সংবাদমাধ্য়মের পক্ষ থেকে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তার দাবি পুলিশের অনেকেই এই অনলাইন গেম খেলেন। তাঁর মতে, আমি দেড় কোটি পেলাম বলেই আমাকে শাস্তি দেওয়া হল।

তাঁর মতে, আমাকে সাসপেন্ড করা হয়েছে কারণ আমি উপযুক্ত অনুমতি ছাড়াই এটা করেছি। ধরে নিলাম যুক্তিতে এটা ঠিক। তবে কি জিম কিংবা সুইমিং পুলে যেতেও আমাকে অনুমতি নিতে হবে।

রায়ট কন্ট্রোল বিভাগে কাজ করতেন তিনি। তিনি পুরস্কার পাওয়ার পরেই মিডিয়ার সামনে মুখ খোলেন। একেবারে হাসি মুখে তিনি ক্যামেরার সামনে কথা বলেছিলেন। তবে তারপরই টনক নড়ে পুলিশের পদস্থ কর্তাদের। শুরু হয় বিভাগীয় তদন্ত। এবার অভিযুক্ত পুলিশ আধিকারিককে তার ব্যাখা দিতে হবে। সেটাতে সন্তুষ্ট না হলে তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে।

এদিকে এভাবে গেম খেলে বিপুল টাকা আয় করা ও তারপর এনিয়ে সংবাদ মাধ্যমে তা বলা, এই ঘটনায় পুলিশ মহলে শোরগোল পড়ে যায়।