বাংলায় যেন সুশাসন প্রতিষ্ঠা হয়, তারাপীঠে পুজো দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

বাংলায় যেন সুশাসন প্রতিষ্ঠা হয়, মায়ের দর্শন করে এই প্রার্থনাই করলাম। শুক্রবার তারাপীঠে পুজো দিয়ে এমনই দাবি করলেন বিজেপি শাসিত গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। দুর্গাপূজায় সামিল হতে পশ্চিমবঙ্গে এসেছেন তিনি। সফরের অঙ্গ হিসাবে শুক্রবার তারাপীঠ মন্দিরে পুজো দেন গোয়ার মুখ্যমন্ত্রী।

এদিন প্রমোদ সাওয়ান্ত বলেন, ‘বাংলায় সুশাসন প্রতিষ্ঠা করতে মায়ের দর্শন করলাম। তাঁর কাছে প্রার্থনা করলাম, আগামীতে বাংলায় যেন সুশাসন প্রতিষ্ঠা হয়’।

তৃণমূলকে কটাক্ষ করে তাঁর মন্তব্য, ‘২০২২ বিধানসভা নির্বাচনে গোয়ায় রাজনৈতিক পর্যটকরা গিয়েছিলেন। সেখানে তারা নতুন ভোর আনার প্রতিজ্ঞা করেছিলেন। আমার মনে হয়, গোয়ায় নতুন ভোরের দরকার নেই। বরং নতুন ভোরের দরকার এখানেই। এখানেই নতুন সূর্য ওঠা উচিত। যতদিন এখানে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা না হবে, মানুষ কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাবে না’।

বলে রাখি, ২০২২ সালে গোয়া বিধানসভা নির্বাচনে কোমর বেঁধে ঝাঁপায় তৃণমূল। লুইজিনহো ফেরেইরোকে রাজ্যসভার সাংসদ করে আরব সাগরের পাড়ে একদা পর্তুগিজ উপনিবেশে নিজেদের জনপ্রিয় করার আপ্রাণ চেষ্টা করে তারা। ভোট প্রচারে গোয়া যান দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু ফল প্রকাশ হলে দেখা যায় করুণ পরিণতি হয়েছে তাদের। মাত্র ৫ শতাংশ ভোট পেয়েছে তারা।