সোনারপুরে গয়নার দোকানে ডাকাতিতে গ্রেফতার স্বর্ণব্যবসায়ী-সহ ৫ ডাকাত

সোনারপুরে গয়নার দোকানে ডাকাতির কিনারা করল বারুইপুর জেলা পুলিশ। গত শুক্রবার ওই ডাকাতির ঘটনায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ৫ ডাকাত ও ১ গয়না ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। উদ্ধার হয়েছে ৪০ গ্রাম সোনার ও ১০০ গ্রাম রুপোর গয়না।

গত শুক্রবার সন্ধ্যা ৮টা নাগাদ সোনারপুরের বারেন্দ্রপাড়ায় গয়নার দোকানে ভয়াবহ ডাকাতি হয়। ৪টি মোটরসাইকেলে ৮ জন ডাকাত পৌঁছয় দোকানে। তার মধ্যে ৪ ডাকাত দোকানের ভিতরে ঢোকে। বন্দুকের বাট দিয়ে দোকান মালিক সজল পাড়ুইয়ের মাথা ফাটিয়ে দেয়। এর পর লকার খুলে গয়না ও ২ লক্ষ টাকা নিয়ে পালায় তারা। পালানোর সময় স্থানীয় অটোচালকরা ডাকাতদের ধরতে গেলে শূন্যে গুলি চালায় তারা।

শুক্রবার বারুইপুরের পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি সাংবাদিক বৈঠক করে জানান, ঘটনার পর থেকেই সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তল্লাশি শুরু করেছিল পুলিশ। সতর্ক করা হয়েছিল জেলার সমস্ত থানাকে। সিসিটিভি ফুটেজ থেকে একটি মোটরসাইকেলের নম্বর পাওয়া যায়। সেই মোটরসাইকেলের সূত্র ধরে চিহ্নিত করা হয় ডাকাতদলকে। এর পর ৫ ডাকাতকে কুলতলির মহিষমারি থেকে গ্রেফতার করে পুলিশ। সঙ্গে সোনারপুর থেকে এক গয়না ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ডাকাতদের ব্যবহৃত ৪টি মোটরসাইকেল, ৪টি বন্দুক ও ৮ রাউন্ড তাজা কারতুজ। ডাকাতি হওয়া গয়না ছাড়াও ৩০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

সোনারপুরে গয়নার দোকানে পর পর ডাকাতির জেরে স্থানীয় স্বর্ণব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছিল। নিরাপত্তার অভাবে ভুগছিলেন তাঁরা। এই গ্রেফতারি তাদের কিছুটা হলেও স্বস্তি দিল।