CWC 2023: Hardik Pandya To Miss Game Against New Zealand, Will Join Team In Lucknow

পুণেঃ গতকাল বাংলাদেশের (IND vs BAN) বিরুদ্ধে ম্যাচে খেলার সময় মাঠেই চোট পেয়েছিলেন। আর মাঠে নামতে পারেননি হার্দিক পাণ্ড্য। নিজের বোলিংয়ের সময় ফিল্ডিং করতে গিয়ে গোড়ালিতে চোট পেয়েছিলেন হার্দিক (Hardik Pandya)। স্ক্যান রিপোর্ট এসেছে। সেই রিপোর্ট অনুযায়ী আগামী ২২ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দল (Indian Cricket Team) পাবে না হার্দিককে। পরের ম্যাচে ইংল্যান্ডের (IND vs ENG) বিরুদ্ধে মাঠে নামবে রোহিত বাহিনী। সেই ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন হার্দিক। 

গতকাল চোট পেতে মাঠ ছাড়ার পরই স্ক্যান করতে পাঠানো  হয়। সেই স্ক্যান রিপোর্ট অনুযায়ী হার্দিককে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। এই সময়কালে বিসিসিআইয়ের মেডিক্যাল দলের তত্ত্বাবধানে থাকবেন হার্দিক। ভারতের আগামী ম্যাচ ২০ তারিখ ধর্মশালায়। দলের সঙ্গে সেখানে যাচ্ছেন না হার্দিক। তাঁর পরের ম্যাচ ভারতের লখনউয়ের একানা স্পোর্টস কমপ্লেক্সে। সেই ম্যাচের প্রস্তুতিতেই দলের সঙ্গে যোগ দেবেন এই তারকা অলরাউন্ডার। 

ব্য়াট করার সুযোগ পেলে রান করছেন। বল হাতে উইকেট তুলছেন। সবচেয়ে বড় কথা, ধারাবাহিকভাবে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বল করছেন।

বৃহস্পতিবার পুণেতে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে বাংলাদেশের দুই ওপেনার যখন জাঁকিয়ে বসেছিলেন, তাঁর হাতেই বল তুলে দিলেন রোহিত শর্মা। বাংলাদেশ ইনিংসের নবম ওভারে। তাঁর দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর দুটি বাউন্ডারি মারলেন লিটন দাস। যার মধ্যে দ্বিতীয় চারটি স্ট্রেট ড্রাইভে। আর ফলো থ্রু-তে সেই শট পা দিয়ে আটকাতে গিয়েছিলেন হার্দিক।

তারপরই দেখা গেল পায়ে হাত দিয়ে কাতরাচ্ছেন হার্দিক। দেখে মনে হল, গোড়ালি মচকেছে হার্দিকের। ফিজিওকে ছুটে মাঠে আসতে হল। মোটা করে টেপ জড়ানো হল পায়ের চোট লাগা অংশে। কিন্তু লাভ হল না। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়লেন হার্দিক। তাঁর ওভারের বাকি তিনটি বল করলেন বিরাট কোহলি। ওয়ান ডে কেরিয়ারে ৪টি উইকেট রয়েছে কিংগ কোহলির। তবে এদিন ওই তিন বলে আর কোনও উইকেট পাননি।

চোটের সমস্যা ছিল বাংলাদেশ শিবিরেও। ভারতের বিরুদ্ধে ম্যাচের আগেই বিরাট ধাক্কা খেল বাংলাদেশ (IND vs BAN) শিবির। খেলতে পারছেন না দলের সেরা অস্ত্র শাকিব আল হাসান (Shakib AL Hasan)। যিনি বাংলাদেশের অধিনায়কও। তাঁর পরিবর্তে পুণেতে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।