ICC World Cup 2023: Pakistan vs Australia Live Blog, Live Streamming, Update score, run get to know

আজ বিশ্বকাপে (ODI World Cup 2023)  অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে খেলতে নামছে পাকিস্তান (Pakistan) শিবির। এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে ৩ ম্যাচ খেলে দুটো ম্যাচ জিতেছে বাবর আজমের দল। অন্যদিক অস্ট্রেলিয়া ৩ ম্যাচ এখনও পর্যন্ত খেলে মাত্র ১টি ম্যাচ জয় পেয়েছে। শেষ ম্যাচে তারা শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে। এর আগে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারতে হয়েছিল প্যাট কামিন্সের দলকে। অন্যদিকে ভারতের বিরুদ্ধে হারলেও শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিলেন শাহিন, রউফরা।

অজি শিবিরের সবচেয়ে বড় চিন্তার কারণ ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের ফর্ম। দুজনেই এবার হয়ত তাদের শেষ বিশ্বকাপ খেলছেন। দলের ২ অভিজ্ঞ তারকা। কিন্তু এখনও পর্যন্ত কোনও ম্যাচে মনে হয়নি যে তাঁরা ছন্দে আছেন। মিডল অর্ডারে ধারাবাহিকতার অভাব। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জিতলেও লোয়ার মিডল অর্ডার ম্যাচ জিতিয়েছিল শেষ পর্যন্ত। এখনও পর্যন্ত বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে মোট ৩৮টি একদিনের ম্যাচ খেলা হয়েছে। এরমধ্যে ১৪ ম্যাচে যে দল প্রথমে ব্যাট করতে নেমেছে তারা জিতেছে। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা দল ২০ ম্যাচে জয়লাভ করতে পেরেছে। ফলে এই মাঠে যে কোনও দলই রান তাড়া করতে বেশি পছন্দ করে। ফলে যে দল শুক্রবার টস জিতবে, তারা প্রথমে বল করার সিদ্ধান্ত নেবে বলেই আশা করা হচ্ছে। প্রথম ইনিংসে এই উইকেটে গড় স্কোর ২৩২ রান, অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ২১৫ রান।

ওয়ান ডে ফর্ম্যাটে এই দুই দেশের মধ্যে সাক্ষৎ হয়েছে ১০৭ বার। যার মধ্যে অজিরা জিতেছে ৬৯ বার। পাকিস্তান জিতেছে ৩৪ বার। ৩টি ম্যাচ অমীংসিত এবং ১ ম্যাচ টাই হয়েছিল। এবারে বিশ্বকাপে এখনও পর্যন্ত ৩ ম্যাচ খেলে পয়েট টেবিলে চারে রয়েছে পাকিস্তান, অন্যদিকে সমসংখ্যক ম্যাচ খেল পয়েন্ট টেবিলে ছয়ে রয়েছে অজিরা। এই ম্যাচ থেকে ২ পয়েন্ট তুলে নিতে চাইবে ২ দলই।