ODI World Cup 2023 Aus Vs Pak Match Highlights: Australia Won By 62 Runs Against Pakistan At Bengaluru

বেঙ্গালুরু: ওপেনিং জুটিতে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া (Aus vs Pak)। সেই ওপেনিং জুটিতেই কি ম্য়াচের রং পাল্টে দেবে পাকিস্তান?

দুই পাক ওপেনার ইমাম উল হক ও আবদুল্লা শফিক তখন ঝোড়ো মেজাজে ব্যাটিং করছেন। ২১ ওভারে ১৩৪ রান তুলে ফেলেছে পাকিস্তান। ৩৬৮ রানের লক্ষ্য তখন হাতের নাগালে মনে হচ্ছে। দুজনের ক্যাচ ফেলে আরও বেকায়দায় অস্ট্রেলিয়া।

ধাক্কাটা দিলেন মার্কাস স্টোইনিস। যিনি চোটের জন্য টুর্নামেন্টের মাঝপথে মাঠের বাইরে কাটিয়েছেন। ফিরে এসে প্রথম ম্যাচে নজর কাড়তে না পারলেও, পাকিস্তানের বিরুদ্ধে জ্বলে উঠলেন। প্রথমে ব্যাটে ২১ রান। তারপর বল হাতে ফেরালেন দুই পাক ওপেনারকে। ইমাম ৭০ ও শফিক ৬৪ রানে ফিরলেন। ওপেনাররা ফিরতেই ম্যাচের পাল্লা ঢলে পড়ল অজ়ি শিবিরের দিকে। রান পাননি বাবর আজ়ম। মাত্র ১৮ করে ফেরেন। মহম্মদ রিজ়ওয়ান ৪৬ রান করলেও তা অজি শিবিরকে চাপে ফেলতে পারেনি। ৪ উইকেট নিয়ে ফের নজর কাড়লেন অ্যাডাম জাম্পা। ৪৫.৩ ওভারে ৩০৫ রানে অল আউট হয়ে গেল পাকিস্তান। অস্ট্রেলিয়া ৬২ রানে ম্য়াচ জিতে নিল।

ওয়ান ডে বিশ্বকাপে (ODI World Cup 2023) চিন্নাস্বামী স্টেডিয়ামে ব্যাট হাতে জ্বলে উঠলেন একসঙ্গে দুই অস্ট্রেলিয়ার ওপেনার – ডেভিড ওয়ার্নার (David Warner) ও মিচেল মার্শ (Mitchell Marsh)। দুজনই সেঞ্চুরি করলেন। জোড়া ব্যাটিং ফলায় বিদ্ধ হল পাকিস্তান। অস্ট্রেলিয়ার ইনিংসের শেষ লগ্নে প্রত্যাঘাত করলেন পাক বোলাররা। একটা সময় ৩৮ রানে ৬ উইকেট হারাল অস্ট্রেলিয়া। তবু প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া তোলে ৯ উইকেটে ৩৬৭ রান।

বল হাতে একা লড়াই করলেন শাহিন শাহ আফ্রিদি। ১০ ওভারে একটি মেডেন-সহ ৫৪ রান দিয়ে ৫ উইকেট নেন পাক পেসার।

ম্যাচের শুরু থেকে অবশ্য একপেশেভাবে অজ়ি ওপেনারদের দাপট। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। কিন্তু বাবর আজ়ম হয়তো দুঃস্বপ্নেও ভাবেননি যে, এভাবে ব্যাটিং ঝড়ে বিধ্বস্ত হতে হবে পাক শিবিরকে। সেঞ্চুরি করলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনারই। মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নার। সেই সঙ্গে একের পর এক রেকর্ড হল টেক সিটিতে।

পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে ওয়ার্নারের টানা চার সেঞ্চুরি হয়ে গেল। শুরু হয়েছিল ২০১৭ সালে। বেঙ্গালুরুতে করলেন টানা চতুর্থ সেঞ্চুরি। তিনি ধরে ফেললেন বিরাট কোহলিকে। ২০১৭ থেকে ২০১৮ সালের মধ্যে ওয়ান ডে ক্রিকেটে কোনও এক দেশের বিরুদ্ধে টানা চার সেঞ্চুরির নজির গড়েছিলেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সেই নজির স্পর্শ করলেন ওয়ার্নার। সব মিলিয়ে ওয়ান ডে বিশ্বকাপে এটা ওয়ার্নারের পঞ্চম সেঞ্চুরি। স্বদেশীয় কিংবদন্তি রিকি পন্টিং ও শ্রীলঙ্কার কুমার সঙ্গকারার রেকর্ড ছুঁলেন ওয়ার্নার। তাঁর সামনে শুধু সচিন তেন্ডুলকর ও রোহিত শর্মা। বিশ্বকাপে ৬টি সেঞ্চুরি রয়েছে মাস্টার ব্লাস্টারের। অন্যদিকে হিটম্যান রোহিত ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে করেছেন ৭টি সেঞ্চুরি। তিনিই বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। 

নজির গড়েছেন মার্শও। বিশ্বের সপ্তম ক্রিকেটার হিসাবে জন্মদিনে সেঞ্চুরি করলেন তিনি। ১০৮ বলে ১২১ রান করে আউট হন মার্শ। ২০১১ সালে পাল্লেকেলেতে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে-তে জন্মদিনে সেঞ্চুরি করেছিলেন রস টেলর। তার ১২ বছর পর ফের জন্মদিনে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে সেঞ্চুরি মার্শের। ১২৪ বলে ১৬৩ রান করেন ওয়ার্নার।

আরও পড়ুন: সম্পূর্ণ ফিট, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইংল্যান্ডের একাদশে দেখা যেতে পারে স্টোকসকে

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial