East Bengal Star Mahesh Singh Claims It Is A Pleasure And Not To Represent The Club

ভুবনেশ্বর: সাম্প্রতিক সময়ে যে কয়েকজন তরুণ ভারতীয় ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে একেবারে সামনের সারিতে নাম থাকবে মহেশ নাওরেমের (Mahesh Singh Naorem)। গত মরশুমে ইস্টবেঙ্গলের (East Bengal) দুরন্ত পারফরম্যান্স তাঁকে জাতীয় দলে জায়গা করে দিয়েছে। লাল হলুদের সঙ্গে সম্প্রতি তিন বছরের নতুন চুক্তিও স্বাক্ষর করেছেন মহেশ। তরুণ ফরোয়ার্ডের মতে ইস্টবেঙ্গলেই তাঁর কেরিয়ারের উন্নতি হবে।

ইস্টবেঙ্গলের মতো ঐতিহাসিক ক্লাবের জার্সি পরা, তাঁদের হয়ে মাঠে নামা, অনুরাগীদের প্রত্যাশার চাপ তো থাকেই। গত মরশুমে সেটা দারুণভাবে সামলে লাল হলুদের হয়ে নয়টি গোল করার সুযোগ তৈরি করেছিলেন মহেশ। এ বছরের সুপার কাপেও ইস্টবেঙ্গলের সর্বোচ্চ গোলদাতা ছিলেন। শনিবার ইস্টবেঙ্গল ভুবনেশ্বরে এফসি গোয়ার বিরুদ্ধে (East Bengal vs FC Goa) মাঠে নামবে। সেই ম্যাচের আগে মহেশ নিজের চুক্তি বাড়ানো নিয়ে অকপট। ২৪ বছর বয়সি তারকা ফুটবলারের কাছে কিন্তু লাল হলুদের জার্সি পরে মাঠা নামাটা চাপের নয়, বরং গৌরবেরই। 

‘এই ক্লাবে খেলাটা অবশ্যই গৌরবের। ইস্টবেঙ্গল আমাকে যথেষ্ট সুযোগ সুবিধা দিচ্ছে এবং সেই কারণেই তো আমি জাতীয় দলেও সুযোগ পেয়েছি। আমি নিশ্চিত যে কোচ এবং এই ম্যানেজমেন্টের অধীনে আমার আরও আরও উন্নতি হবে। এখানে খেলাটা চাপের নয়, আমার কাছে গৌরবের। এখানে খেলার সুযোগ পাওয়াটা আমার কাছে সৌভাগ্যের।’

 

শনিবার ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ এফসি গোয়া কিন্তু বেশ ভাল ফর্মে রয়েছে। গোয়ার দল নিজেদের বিগত দুই ম্যাচেই জয় পেয়েছে। ইস্টবেঙ্গলের সামনে তাই চ্যালেঞ্জটা বেশ কঠিন হবে। শনিবারের প্রতিপক্ষকে নিয়ে কথা বলতে গিয়ে মহেশ বলেন, ‘ওরা বেশ ভাল খেলছে, ডুরান্ড কাপেও দুরন্ত ছন্দে ছিলেন। ওদের আক্রমণাত্মক এবং রক্ষণাত্মক উভয় বিভাগই বেশ ভাল। ওদের দলে সন্দেশ, ওডেইয়ের মতো বেশ কয়েকজন ভাল এবং অভিজ্ঞ ফুটবলার রয়েছেন। গোটা দলই বেশ ভাল।’ 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: মায়ের ভয়ে পুজোয় পাঞ্জাবি-পাজামা পরতে হয় সৌরভকে, মন ভাল হয়ে যায় ঢাকের বোলে