Ram Temple: ‘দেশের জন্য গর্বের সময় আসছে,’ রামমন্দিরের কাজ দেখে উচ্ছসিত যোগী, দীপাবলিতেই মহড়া

দিন ক্রমশ এগিয়ে আসছে। আর কয়েক মাস বাদেই অযোধ্য়ায় রাম মন্দিরের উদ্বোধনের কথা রয়েছে। শনিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাম মন্দির নির্মাণের কাজ ঘুরে দেখেন। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, তিনি রামমন্দির নির্মাণের নানা দিক ঘুরে দেখেন। তিনি জানিয়েছেন, মোটামুটি জানুয়ারি মাসেই রামমন্দিরের উদ্বোধনের কথা রয়েছে।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, যোগী আদিত্যনাথ জানিয়েছেন, দীপোৎসবের আগে বেশিরভাগ কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে। ২০২৪ সালের জানুয়ারি মাসে দেশ ও রাজ্যের জন্য গর্বের মুহূর্ত আসছে। প্রধানমন্ত্রী বিরাট মন্দিরে ভগবান রামকে প্রতিষ্ঠা করবেন।

তিনি জানিয়েছেন, অযোধ্যার সার্বিক উন্নতির জন্য ডবল ইঞ্জিন সরকার ৩০,০০০ কোটিরও বেশি প্রকল্পের অনুমোদন করেছে। তিনি আরও জানিয়েছেন, যে ধরনের উন্নয়নমূলক কাজ হচ্ছে সেটা রিভিউ করে দেখা হয়েছে। ডবল ইঞ্জিন সরকার ৩০,০০০ কোটি টাকা অনুমোদন করেছে। সেক্ষেত্রে বেশিরভাগ প্রকল্পের কাজ শুরু হয়েছে।

নতুন অযোধ্য়াকে দেখবে গোটা বিশ্ব। আমরা তার প্রস্তুতি শুরু করে দিয়েছি। দীপোৎসবে তার রিহার্সাল দেখতে পাবেন। একেবারে যুদ্ধকালীন পরিস্থিতিতে তার কাজ চলছে। জানিয়েছেন যোগী আদিত্যনাথ।

আগামী বছরের জানুয়ারি মাসে অযোধ্য়ার রামমন্দিরের উদ্বোধন হতে পারে।

শনিবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অযোধ্য়ায় গিয়েছিলেন। রামকথা পার্কে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সেখান থেকে তিনি হনুমানগিরি মন্দিরে যান। সঙ্কটমোচন হনুমানের কাছে তিনি প্রার্থনা করেন। মুখ্য়মন্ত্রীর দফতর থেকে প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

এরপর মুখ্যমন্ত্রী রামলালা মন্দিরে গিয়ে আশীর্বাদ নেন। শ্রী রাম জন্মভূমি চত্বরেও যান তিনি। সেখানে গিয়েও তিনি রাম মন্দির নির্মাণের নানা দিক সম্পর্কে খতিয়ে দেখেন। তিনি সেখানকার ট্রাস্ট ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা বলেন।

সামনেই অযোধ্য়ায় মেগা ইভেন্ট। রাম মন্দিরের উদ্বোধন হবে। গোটা দেশ তারই প্রতীক্ষা করছে। এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেই রামমন্দিরের কাজ কতদূর হয়েছে তা খতিয়ে দেখেন। এরপর তিনি এনিয়ে নতুন আশার কথা জানিয়েছেন।