Durga Puja 2023: পুজো মধ্যেই কলকাতায় জঙ্গি-হানার সতর্কবার্তা, নিরাপত্তায় আরও কড়া কলকাতা পুলিশ

পুজোর মধ্যেই কলকাতায় জঙ্গি হামলা হতে পারে বলে সতর্কবার্তা জারি করল কলকাতা পুলিশ। এ ব্যাপারে সমস্ত থানাকে সতর্ক করা হয়েছে। সতর্ক করা পুলিশের উচ্চপদস্থ কর্তাদের। তবে সতর্ক বার্তায় কোনও নির্দিষ্ট করে জঙ্গি সংগঠনের নাম বলা হয়নি। তবে জঙ্গি হামলার বার্তা আসায় শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ‘মাল্টি এজেন্সি সেন্টার’ বা ‘ম্যাক’-এর তরফে এই হামলার বার্তা জানানো হয়েছে পুলিশকে। তারপরই পুলিশের পক্ষ থেকে সতর্কবার্তা পাঠানো হয়েছে থানাগুলিকে। যদিও লালবাজারের পক্ষ থেকে এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। কোথায় হামলা হতে পারে তা নিয়েও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ফলে সবর্ থানাকেই সতর্ক করে দেওয়া হয়েছে লালবাজারের তরফে। 

(পড়তে পারেন। ব্যবসায়ীকে গাড়িতে তুলে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ধৃত সিভিক)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুজো উপলক্ষে অতিরিক্ত আট হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। এর সঙ্গে ১৮ জন উপ কমিশনার (এসিপি) পদমর্যাদার আধিকারিক নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এর সঙ্গে কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারাও দায়িত্বে রয়েছেন। 

শহর জুড়ে ৫১টি নজর-মিনার থেকে নজরদারি চালানো হচ্ছে। এছাড়া ১৬ টি কুইক রেসপন্স টিমও নিরাপত্তার দায়িত্বে রয়েছে। তবে এ সব সত্ত্বেও জঙ্গি হানায় সতর্কতা আসায় বাড়তি নজরদারি রাখা হচ্ছে  বলে পুলিশে জানিয়েছে। এ প্রসঙ্গে কলকাতা পুলিশের এক কর্তা জানিয়েছেন, জঙ্গি হামলার সতর্কতা আসায় তাঁরা সতর্ক রয়েছে। যে কোনও পরিস্থিতির জন্য তাঁরা তৈরি। ভিড়ে উপর বাড়তি নজরদারি রাখা হচ্ছে।শহরে যে সমস্ত গাড়ি ঢুকছে সেগুলির উপর বাড়তি নজর রাখা হবে।

সপ্তমীর দিনও শহরে ভিড় ছিল চোখে পড়ার মতো। সব ভিড় টানছে মধ্য কলকাতা সন্তোষ মিত্র স্কোরের রাম মন্দির, উত্তরের শ্রীভূমি এবং দক্ষিণ কলকাতায় সুরুচি সঙ্ঘ। কলকাতা পুলিশের পক্ষ থেকে মণ্ডপের ঠাকুর দেখার জন্য কতক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে তার জন্য কিউ টাইম চালু করেছে। যা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় কলকাতা পুলিশের পেজে।

জঙ্গি হামলার সতর্কবার্তা জানানো হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষকে।পুজোর দিনগুলিতে তাদের সতর্ক থাকতে বলা হয়েছে।