Durga Puja 2023: রাস্তা জুড়ে বিশাল আলপনা! ছবি ভাইরাল হতেই মুগ্ধ নেটিজেনরা

রাস্তা জুড়ে বিশাল আলপনা! অসাধারণ কারুকার্য ফুটে উঠেছে শিল্পকর্মে। ফুটে উঠেছে অসাধারণ নকশা। সেই ছবি শেয়ার হতেই ভাইরাল হয়ে গিয়েছে নেট মাধ্যমে।

বাগুইআটি ভিআইপি এনক্লেভ আবাসনে রয়েছে এই অসাধারণ শিল্পশৈলী। হাতে আঁকা হয়েছে এক বিশালকার আলপনা। সাদা লাল রঙ দিয়ে তুলিতে টান দেওয়া হয়েছে। এই রং বেরঙের তুলির টান সত্যিই বিস্ময়কর।

আরও পড়ুন: টানা ৭২ ঘণ্টা ধরে জ্বলছে ৬ ফুটের এই ধূপকাঠি! কোন প্যান্ডেলে দেখতে পাবেন

এই আলপনা আঁকার পিছনেও একটা অনেক বড় ইতিহাস আছে। সারা রাত জেগে কঠোর পরিশ্রমের পরে অবশেষে ফুটিয়ে তোলা গিয়েছে ei সুন্দর কারুকার্য। এমনকী এই আলপনা আঁকতে গিয়ে কাপড় দিয়ে শুকনো করতে হয়েছে পিচের রাস্তা। এই অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছে শালুক ফুল নামে একটি ফেসবুক পেজ। এই পেজে লেখা হয়েছে, ” রাত সাড়ে দশটায় বাগুইআঁটি ভিআইপি এনক্লেভ আবাসনে পৌঁছে চমকে গেলাম।গোটা রাস্তা জল ও কাদাময়,তখন সবে পুজো উদ্যোক্তারা জল দিয়ে রাস্তা ধোয়াচ্ছে, কখন শুকাবে??? মনে হলো এখানে দরকার শ্রীলঙ্কার সেই অভিজ্ঞ গ্রাউন্ড স্টাফ দের।

স্বাধীন,আমি,রিতম নেমে পরলাম মাঠে, শুরু হলো মাঠ শুকানোর কাজ।আবাসনের বাড়ির থেকে আনা হলো গোছা গোছা পেপার,মফ। গোটা রাস্তা বেছানো হলো পেপার।অপেক্ষা কখন শুকাবে।আপ্রাণ চেষ্টায় রাত সাড়ে বারোটায় দুই আম্পায়ার এর মাঠ পরিদর্শনে উপযুক্ত মনে হলো খেলা শুরু করার।ব্যাস নেমে পরলাম মাঠে।আকাশ ও সুকান্ত এসে পৌছালো।। যুদ্ধকালীন তৎপরতায় সকাল সাতটা অবধি চললো কাজ।

(স্বাধীন,আকাশ,সুকান্ত,রিতম ও আমি মিলে কাজটা করা)

শেষ করে চলে গেলাম হালতু,(আমি,আকাশ ও সুকান্ত)।এবার নিজেদের পুজোর আরও একটা আল্পনা।

এ ধরনের কাজের ক্ষেত্রে গোটা কাজের ফার্স্ট লাইন আমাকেই টানতে হয়।প্রাথমিক মাপজোপ ছাড়া গোটা কাজটাই হয় ফ্রি হ্যান্ডে।অতএব চাপটা তুলনামূলক বেশিই যায়।

আরও পড়ুন: পুলিশের হাতে চিরকুট দিয়ে পালিয়ে গেলেন যুবক! কী লেখা ছিল, জানলে চোখে জল চলে আসবে

টানা সাত ঘন্টা উপুড় হয়ে দাঁড়িয়ে কাজ করা এবং ত্রিশ মিনিটের গাড়ি জার্নির পর আরো ছয় ঘন্টা উপুড় হয়ে কাজ করা অর্থাৎ টানা তেরো ঘন্টা, কোমর ও পা একপ্রকার নেই আর।

টানা চার রাত ঘুম নেই। এবার একটু ঘুমানো দরকার।”। এই অসাধারণ আলপনার ছবি শেয়ার হতেই ভাইরাল হয়ে গিয়েছে নেট মাধ্যমে। যা দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।