ODI World Cup 2023: England Receives A Big Blow As Reece Topley Ruled Out Of World Cup 2023

নয়াদিল্লি: ইংল্যান্ড ক্রিকেট দলের (England Cricket Team) সময়টা একেবারেই ভাল যাচ্ছে না।

গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা ৪ ম্যাচের মধ্যে ৩টিতে হেরে গিয়েছে। পয়েন্ট টেবিলে এমনকী বাংলাদেশ ও নেদারল্যান্ডসের নীচে জস বাটলাররা। আর তার মাঝেই বিরাট এক ধাক্কা খেল ইংল্যান্ড শিবির।

ইংল্যান্ডের বাঁহাতি পেসার রিস টপলি (Reece Topley) চোটের জন্য বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন (ODI World Cup)। তাঁর তর্জনী ভেঙে গিয়েছে। ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, টপলির বিকল্প কে হবেন, তা দ্রুত জানানো হবে।

শনিবার মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে নিজের বলে ফলো থ্রু-তে একটি বল আটকাতে গিয়ে আঙুলে চোট পান টপলি। মাঠ থেকে উঠেও যেতে হয় তাঁকে। পরে অবশ্য মাঠে ফেরেন। আঙুলে টেপ জড়িয়ে বল করে দুটি উইকেটও নেন।


ম্যাচের পরই স্ক্যান করানো হয় বাঁহাতি পেসারের। তাতে দেখা গিয়েছে, তাঁর আঙুল ভেঙেছে। তাঁর পরিবর্তে জোফ্রা আর্চারের অন্তর্ভুক্তির সম্ভাবনাও নেই। ভারতের মাটিতে বিশ্বকাপের দলের সঙ্গে থেকে রিহ্যাব চলছিল আর্চারের। তবে তাঁকে বিশ্বকাপে পাওয়া যাবে না বলে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। ইংল্যান্ডের হেড কোচ ম্যাথু মট আগেই জানিয়ে দিয়েছিলেন যে, আর্চারকে পাওয়া যাবে না। তাই টপলির পরিবর্ত কে হবেন, তা জানতে আগ্রহী অনেকেই।

গতবারের বিশ্বচ্যাম্পিয়ন (World Chap)। কিন্তু এবারের টুর্নামেন্টে একের পর এক ম্যাচ হেরেই চলেছে জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্য়ান্ড (England)। শুরু হয়েছিল নিউজিল্য়ান্ডের (New Zeland) বিরুদ্ধে। গত ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে লজ্জার হার ও শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২২৯ রানের বিশাল ব্য়বধানে হার। ৪০০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১৭০ রানেই অল আউট হয়ে যায় ইংল্যান্ড শিবির। 

বিশাল লক্ষ্যমাত্রা। তার ওপর আগের ম্য়াচে হারের মানসিক চাপ। ইংল্যান্ডের হয়ে ওপেনে নেমেছিলেন ডেভিড মালান ও জনি বেয়ারস্টোই। এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত বেয়ারস্টোর ব্যাটে বড় রান দেখতে পাওয়া যায়নি। এদিন একটি ছক্কা ও একটি বাউন্ডারি হাঁকিয়ে শুরুটা ভাল করেছিলেন। তবে এদিনও পেলেন না রান। ১০ রানে করেই প্যাভিলিয়নে ফিরলেন তিনি। ৬ রান করেন ডেভিড মালান। হ্যারি ব্রুক ১৭ ও জস বাটলার ১৫ রান করেন। টপ ও মিডল অর্ডার ব্যর্থ এদিন পুরো। একসময় মনে হচ্ছিল ১০০ রানও হয়ত বোর্ডে তুলতে পারবে না ইংল্যান্ড। সেখান থেকে গাস অ্যাটকিনসন ও মার্ক উড মিলে দলের স্কোর দেড়শোর গণ্ডি পার করালেও তা জয়ের জন্য কখনওই যথেষ্ট ছিল না। অ্যাটকিনসন ৩৫ রান করেন ও মার্ক উড ৪৩ রান করে অপরাজিত থাকেন।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের ফল যাই হোক, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার দাবিদার ভারতই: টেলর

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial