মহাঘোরা ।। পর্ব—৬

[জীবজ্যামিতি। মানুষজ্যামিতি। দেহজ্যামিতি।]যে অংশ কেটে ফেলা হয়েছে সে অংশ বিছানার যে জায়গাটা দখল করে থাকত সে জায়গাটা এখন ফাঁকা। সে ফাঁকা জায়গার দিকে তাকায়। তার চোখ বিস্ফারিত হয় বিস্ময়ে, ঐ ফাঁকা জায়গাতে একটা বই। বইয়ের নাম ‘জীবজ্যামিতি’। এরকম বই তো সে কোনোদিন দেখেনি। ছাপাখানাতে যখন কাজ থাকত না তখন বসে বসে সে বই পড়ত। পাঠাগার থেকে বই এনে বাড়িতেও পড়ত। কোনোদিন তো এমন ধরনের বই চোখে পড়েনি।… বিস্তারিত