Durga Puja 2023 Controversy: ‘ফাঁকা’ সুরুচি, অগ্রণী; ভিড় BJP-র পুজোয়, তাই লেজার শো বন্ধ? বড় অভিযোগ আয়োজকদের

ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসদের পুজো ‘ফ্লপ’। সেখানে সল্টলেকের বিজে ব্লকের দুর্গাপুজোয় প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন। আর সেজন্যই কি উপরমহলের অঙ্গুলিহেলনে বিজে ব্লকের পুজোর ‘লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম’ বন্ধ করে দেওয়া হল? এমনই একটি সম্ভাবনা জিইয়ে দিল বিজে ব্লকের দুর্গাপুজো আয়োজক কমিটি। ওই মহলের বক্তব্য, ‘লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম’ বন্ধ করার কারণ হিসেবে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, তা মোটেও সন্তোষজনক নয়। পালটা প্রশ্ন করতেই পুলিশ পালিয়ে গিয়েছে বলে আয়োজকদের তরফে দাবি করা হয়েছে। যদিও পুলিশের বক্তব্য, এমন পরিস্থিতি তৈরি হচ্ছিল যে পদপিষ্টের মতো ঘটনা ঘটতে পারত। তাই দর্শনার্থীদের সুরক্ষার স্বার্থে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টা ঠিক কী হয়েছে? বিজেপির পুজো হিসেবে পরিচিত বিজে ব্লকের দুর্গাপুজোয় এবার আদিযোগীর মূর্তি তৈরি করা হয়। আয়োজন করা হয়েছিল লেজার শোয়ের। সেই লেজার শোয়ের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তারপর থেকেই সেই লেজার শোয়ের টানে প্রচুর মানুষ ভিড় জমাতে থাকেন। ভিড় সামাল দিতে হিমশিম খায় পুলিশ। তারইমধ্যে সপ্তমীতে লেজার শো বন্ধ করে দেওয়া হয়। 

বিজে ব্লক শারদোৎসব কমিটির যুগ্মসচিব উমাশংকর ঘোষ দস্তিদারের দাবি, যাবতীয় অনুমতি নিয়েই পুজোর আয়োজন করা হয়েছে। দ্বিতীয়ায় পুজোর উদ্বোধন করা হয়। আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ছয় মিনিটের লেজার শো। কিন্তু সপ্তমীর রাত ন’টায় সেই লেজার শো বন্ধ করে দিতে বলে পুলিশ। কিন্তু কেন লেজার শো বন্ধ করে দিতে বলা হল, সেটার কোনও জবাব মেলেনি বলে দাবি করেছেন বিজে ব্লক শারদোৎসব কমিটির যুগ্মসচিব।

তিনি বলেন, ‘আমরা বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করি। আমরা বলি যে কার অনুমতি নিয়ে পুজো বন্ধ করলেন; যা যা নতুন ভাবে করতে বলেছেন, সেটা করেছি। পুলিশ কমিশনারের কাছে লেজার শো চালু করার অনুরোধ করি আমরা। অগ্নিমিত্রা পাল আসতে তাঁকেও জানানো হয় পুরোটা। তিনি প্রশ্ন করতেও কোনও উত্তর দিতে পারেনি পুলিশ। বরং যে পুলিশ অফিসার ছিলেন, তিনি পালিয়ে যান।’

আরও পড়ুন: Heavy Rain Forecast in WB on Dashami: দশমীতে রাজ্যের ৩ জেলায় ভারী বৃষ্টি, ৫০ কিমিতে উঠবে ঝড়! পুজো মাটি করছে ঘূর্ণিঝড়

তাঁর দাবি, ‘পুলিশের তরফে ভিড় সামলানোর কথা বলা হলেও সেই দায়িত্ব তো পুলিশের। আইন-শৃঙ্খলার বিষয়টি পুলিশ দেখবে। পুলিশের ব্যর্থতার ফল কেন ভুগবে পুজো কমিটি? আমাদের কাছে খবর ছিল যে সল্টলেকে ৫,০০০ জনকে মোতায়েন করা হয়েছে। সেক্ষেত্রে এখানে ভিড় হচ্ছে দেখেও পর্যাপ্ত সংখ্যক অফিসার মোতায়েন করা হয়নি?’ সেইসঙ্গে তিনি জল্পনা উস্কে দিয়ে বলেছেন যে অরুপের সুরুচি সংঘ, ফিরহাদের চেতলা অগ্রণীতে ভিড় না হওয়ায় উপরমহলের নির্দেশেই কি বিজে ব্লকের পুজোর ‘লেজার শো’ বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Durga puja 2024: পরের বছর ২০২৪-এ কবে দুর্গাপুজো, ক’টা ছুটি নষ্ট হচ্ছে? জেনে নিন বিশদে

যদিও পুলিশের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে পুরোপুরি সুরক্ষা সংক্রান্ত কারণে ‘লেজার শো’ বন্ধ করে দেওয়া হয়েছে। অপরিকল্পিতভাবে লেজার শোয়ের আয়োজন করেছিল পুজো কমিটি। কিছুতেই ভিড় নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। বাধ্য হয়েই লেজার শো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।