Hindu Gods: ভগবান রামচন্দ্র, শ্রীকৃষ্ণকে নিয়ে এসব কী লিখেছেন অধ্যাপক! থানায় অভিযোগ দায়ের

এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রফেসর বিক্রম হরিজনের বিরুদ্ধে এফআইআর করল পুলিশ। ভগবান রামচন্দ্র ও ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে তিনি সোশ্য়াল মিডিয়ায় অপমানজনক মন্তব্য করেছেন বলে অভিযোগ। তার জেরে এবার ওই অধ্য়াপকের বিরুদ্ধে থানায় এফআইআর। বিশ্বহিন্দু পরিষদ এই অভিযোগ দায়ের করেছে। তারপরই পুলিশ এনিয়ে খোঁজখবর শুরু করে।

একাধিক ধারায় এই অভিযোগ আনা হয়েছে। ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ তৈরি করা, ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া সহ বিভিন্ন ধারায় মামলা হয়েছে। সূত্রের খবর, বিশ্ব হিন্দু পরিষদের এক নেতা এনিয়ে অভিযোগ জানিয়েছিলেন ওই অধ্য়াপক হিন্দু দেবদেবীদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা আপত্তিজনক মন্তব্য করছেন।

সেখানে বলা হয়েছে. তাঁর এই কাজকর্ম ধর্মীয় ভাবাবেগে আঘাত দিচ্ছে। ছাত্রছাত্রীদের মধ্যেও অস্থিরতা তৈরি করবে। কিন্তু কী লেখা ছিল সেই পোস্টে?

সূত্রের খবর, এক্স হ্যান্ডেলে তিনি লিখেছিলেন, যদি ভগবান রাম আজ উপস্থিত থাকতেন আমি তাঁকে আইপিসি ৩০২ ধারায় ( খুন) ঋষি সম্বুকে খুনের জেরে জেলে পাঠাতাম। আর মহিলাদের হেনস্থা করার জন্য় ভগবান কৃষ্ণকেও জেলে পাঠাতাম। লিখেছিলেন তিনি। এরপরই এই পোস্ট ভাইরাল হয়।

চারদিকে শোরগোল পড়ে যায়। নানা মন্তব্য ভেসে আসতে থাকে। এভাবে হিন্দুদেবদেবী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করা কতটা শোভন তা নিয়ে প্রশ্ন ওঠে।

তাছাড়া এই মন্তব্যের মাধ্য়মে অনেকের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে।

তবে বিশ্ব হিন্দু পরিষদ জানিয়েছে, এভাবে হিন্দু দেবদেবীদের নিয়ে আপত্তিকর মন্তব্য মানব না। তবে গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। এবার এনিয়ে পুলিশ কী ব্যবস্থা নেয় সেটাও দেখার।