Income Inequalities: মোদী জমানায় বড়লোকদের আরও টাকা, মধ্যবিত্তদের আয় কমেছে, হিসেব দিয়ে দেখাল কংগ্রেস

ভারতে আয়ের ফারাক কতটা বাড়ছে তার একেবারে হাতে নাতে প্রমাণ হাজির করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি এক্স হ্য়ান্ডেলে এনিয়ে লিখেছেন। তিনি লিখেছেন, ২০১৩-১৪ সাল থেকে ২০২১-২২ সাল পর্যন্ত ইনকাম ট্য়াক্স রিটার্ন নিয়ে কিছু তথ্য উঠে এসেছে। ভারত জোড়ো যাত্রার এটাই থিম ছিল যে আয়ের অসাম্য। মোদী সরকারের আমলে বিরাট বড়লোক আর মধ্য়বিত্তের মধ্য়ে আয়ের ফারাক আরও বেড়েছে।

এনিয়ে একাধিক পয়েন্টকে সামনে এনেছেন তিনি।

তিনি লিখেছেন, ২০১৩-১৪ সালে সবথেকে বেশি ১ শতাংশ আয়করদাতা ১৭ শতাংশ আয় করতেন। আর ২০২১-২২ সালে শীর্ষে থাকা ১ শতাংশ আয়করদাতা ২৩ শতাংশ আয় করছেন।

মধ্যবিত্তের তুলনায় ধনকুবেরদের আয় হু হু করে বেড়েছে। ২০১৩-১৪ থেকে ২০২১-২২ পর্যন্ত ১ শতাংশে শীর্ষ করদাতার আয় একেবারে ৬০ শতাংশ দ্রুততার সঙ্গে বেড়েছে। ২৫ শতাংশ করদাতার তুলনায় তাদের আয় বেড়েছে।

আর মূল্যবৃদ্ধির জেরে ২৫ শতাংশ করদাতা ২০১৯ এর তুলনায় ২০২২ সালে কম প্রকৃত আয় ঘরে তুলছেন তাঁরা। তাঁর মতে, ২৫ শতাংশ করদাতার আয় ১১ শতাংশ কমে গিয়েছে। ২০১৯ আর্থিক বছরে তাদের আয় ছিল ৩.৮ লাখ কোটি। সেটা ২০২২ আর্থিক বছরে হয়ে গিয়েছে ৩.৪ লাখ কোটি। আর ১ শতাংশ সর্বোচ্চ করদাতার আয় ৩০ শতাংশ বেড়ে গিয়েছে। ২০১৯ অর্থবছরে এই আয় ছিল ৭.৯ শতাংশ। আর ২০২২ অর্থবর্ষে সেই আয় হয়েছে ১০.২ লাখ কোটি।

জয়রাম রমেশ লিখেছেন তথ্য় মিথ্যে বলে না। কেবলমাত্র বলেন প্রধানমন্ত্রী।

 

কার্যত তুলনা টেনেছেন। ২০১৩-১৪ সালের আয়ের সঙ্গে ২০২১-২২ সালের আয়ের তুলনা করেছেন। পরিসংখ্য়ানরা বলছে বড়লোকরা আরও বড়লোক হয়েছেন। আর মধ্যবিত্তদের আয় তাৎপর্যপূর্ণভাবে কমে গিয়েছে। এনিয়ে একেবারে হিসাবে দিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।

তিনি লিখেছেন, মধ্যবিত্তের তুলনায় ধনকুবেরদের আয় হু হু করে বেড়েছে। ২০১৩-১৪ থেকে ২০২১-২২ পর্যন্ত ১ শতাংশে শীর্ষ আয়দাতার আয় একেবারে ৬০ শতাংশ দ্রুততার সঙ্গে বেড়েছে। ২৫ শতাংশ করদাতার তুলনায় তাদের আয় বেড়েছে।