ODI World Cup 2023: Virat Kohli Makes And Breaks Multiple Records With 95 Run Innings Vs New Zealand

ধর্মশালা: ব্যাট হাতে গোটা বিশ্বকাপেই (ODI World Cup 2023) দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। বাংলাদেশের বিরুদ্ধে শতরান হাঁকিয়েছিলেন, অপরাজিতও ছিলেন। ঠিক তারপরের ম্যাচেই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) আবারও এক জিনিস করার হাতছানি ছিল ভারতীয় (Indian Cricket Team) মহাতারকার ব্যাটারের সামনে। সুযোগ ছিল সচিন তেন্ডুলকরের সর্বকালের সর্বাধিক ওয়ান ডে সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসানোর। ৯৫ রানে আউট হয়ে সেই সুযোগ হাতছাড়া করেন কোহলি। তবে দুরন্ত ইনিংসে কিন্তু একাধিক রেকর্ড গড়েন তিনি।

এই ৯৫ রানের ইনিংসের সুবাদে প্রথম ভারতীয় হিসাবে আইসিসির সাদা বলের টুর্নামেন্টে (৫০ ওভারের বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি) তিন হাজার রান পূর্ণ করে ফেললেন কোহলি। ৫০ ওভারের বিশ্বকাপের মঞ্চে কোহলি ৩১টি ম্যাচ খেলে ৫৫.৩৬ গড়ে মোট ১৩৮৪ রান করেছেন, যা সর্বকালের চতুর্থ সর্বোচ্চ। তিনি এই ইনিংসের সুবাদেই আবার শ্রীলঙ্কান কিংবদন্তি সনৎ জয়সূর্যকেও পিছনে ফেলে দিলেন।

কোহলির দখলে বর্তমানে ওয়ান ডে ক্রিকেটে মোট ১৩,৪৩৭ রান রয়েছে। সনৎ জয়সূর্যর কৃতিত্বে রয়েছে ১৩,৪৩০ রান। এই ম্যাচেই কোহলি জয়সূর্যকে পিছনে ফেলে ওয়ান ডে ক্রিকেটে সর্বকালের চতুর্থ সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে গেলেন। এই নিয়ে ৫০ ওভারের বিশ্বকাপে কোহলি ১২ নম্বর বার অর্ধশতরানের গণ্ডি পার করলেন কোহলি। এটিই কোনও ব্যাটারের জন্য সর্বাধিক। অবশ্য কোহলি একা নন। শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা এবং শাকিব আল হাসানও সমসংখ্যকবার ৫০ রানের গণ্ডি পার করেছেন। এই বিচারে রোহিতকে পিছনে ফেলে দেন কোহলি।

 

ভারতীয় হিসাবে রোহিতের ১১টি হাফসেঞ্চুরিরর অধিক রানের ইনিংস খেলার রেকর্ড ভেঙে তা নিজের নামে করেন কোহলি। পাশাপশি ধর্মশালার ইনিংসে হাফসেঞ্চুরির সুবাদে ৫০ ওভারের বিশ্বকাপে দ্বিতীয় সর্বাধিক বার ৫০ করার  কৃতিত্বও এককভাবে কোহলির দখলে। তিনি ওয়ান ডে বিশ্বকাপে মোট নয়বার অর্ধশতরান করেছেন। কেবল  সচিন তেন্ডুলকরই (ভারতীয় হিসাবে) ‘কিংগ কোহলির’ থেকে অধিকবার অর্ধশতরান হাঁকিয়েছেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ৫-এ ৫, নিউজ়িল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের পয়েন্ট তালিকার শীর্ষে টিম ইন্ডিয়া