Sukanta Majumder: গাড়ি বের করলে জনগণের সমস্যা হতে পারে, টোটো করে বালুরঘাটে ঠাকুর দেখলেন সুকান্ত

পশ্চিমবঙ্গে রাজনীতির শীর্ষপদে থাকা মানুষদের অনাড়ম্বর জীবন যাপনের ধারা বরাবরই মেনে চলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় নিরাপত্তা থাকা সত্বেও ব্যক্তিজীবনে আর পাঁচটা বাঙালির মতোই তিনি। বিশেষ করে নিজের শহর বালুরঘাটে গেলে উদ্ভিদবিদ্যার এই অধ্যাপককে অনেক সময়ই আর পাঁচজনের থেকে আলাদা করা মুশকিল হয়ে পড়ে। এহেন সুকান্তবাবু অষ্টমীর সন্ধ্যায় সপরিবারের ঠাকুর দেখলেন টোটো করে।

অষ্টমীর সন্ধ্যায় বালুরঘাট শহরের বিভিন্ন মণ্ডপে টোটো করে ঠাকুর দেখতে যান স্থানীয় সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন স্ত্রী ও ২ কন্যা। কিন্তু সাংসদের দর্শন পেয়ে ছাড়ে কে? সবার সেলফির আবদারও মিটিয়েছেন সুকান্তবাবু।

এর পর সাংবাদিকদের তিনি বলেন, পুজোয় কয়েকটা দিন পরিবারের সঙ্গে কাটাই। বালুরঘাট শহরের অনেক রাস্তাই অপরিসর। নিজের গাড়ি নিয়ে বেরোলে সাধারণ মানুষের অসুবিধা হতে পারত। বরং টোটো সব জায়গায় পৌঁছে যায়। তাই টোটো করেই বেরোলাম। এ আমার নিজের শহর। এখানে আমার নিরাপত্তা নিয়ে কোনও ভাবনা নেই।

স্বাধীনতার পর থেকে বাংলার রাজনীতিবিদরা বরাবর অনাড়ম্বর জীবন যাপন করে এসেছেন। বিধানচন্দ্র রায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, এব্যাপারে বাঙালি রাজনীতিবিদরা গোটা দেশের কাছে উদাহরণ। সাম্প্রতিককালে কিছু ব্যতিক্রম দেখা গেলেও রাজ্য রাজনীতির সেই ধারাকে বয়ে নিয়ে চলেছেন সুকান্তবাবুর মতো বহু তরুণ তুর্কি নেতা।